weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বাস পরে ঘুরছিলেন র‍্যাপার লিল নাস, অতঃপর…

প্রকাশ : ২৩-০৮-২০২৫ ১১:৪৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রাস্তায় অন্তর্বাস পরে ঘুরে বেড়ানো অবস্থায় র‍্যাপার লিল নাস এক্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর হাসপাতালে ভর্তি করে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবারের (২১ আগস্ট) এ ঘটনায় লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) জানায়, ওইদিন ভোর সাড়ে পাঁচটার দিকে ভেনচুরা বুলেভার্ডে এক ব্যক্তিকে অস্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে দেখা যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিশ্চিত হয়, তিনি আর কেউ নন, পুরস্কারজয়ী শিল্পী লিল নাস এক্স।

পুলিশের অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে কথা বলতে চাইলে তিনি আক্রমণাত্মক আচরণ করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয় এবং সম্ভাব্য ওভারডোজের কারণে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে মার্কিন গণমাধ্যম টিএমজেড বৃহস্পতিবার সকালে একটি ভিডিও প্রকাশ করে।

সেখানে দেখা যায়, লিল নাস এক্স শুধু অন্তর্বাস ও কাউবয় বুট পরে রাস্তায় নাচছেন এবং পথচারীদের উদ্দেশে বলছেন, ‘পার্টিতে চলে আসো।’ তবে ভিডিওটি যাচাই হয়নি।

বিবিসি জানিয়েছে, শিল্পীর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এ বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা লিল নাস এক্সের দ্বিতীয় অ্যালবাম ‘ড্রিমবয়’। এরই মধ্যে ইনস্টাগ্রামে নতুন গানের ঝলক দেখিয়ে ভক্তদের আগ্রহ বাড়িয়ে তুলেছেন তিনি।

মন্টেরো লামার হিল নামেই জন্মেছিলেন লিল নাস এক্স। ২০১৯ সালে তার গান ওল্ড টাউন রোড তাকে এনে দেয় দুই গ্র্যামি পুরস্কার এবং বিলবোর্ড হট ১০০ তালিকার শীর্ষে টানা ১৭ সপ্তাহ থাকার রেকর্ড।

শুধু সাফল্য নয়, বিতর্কও ছায়াসঙ্গী তার ক্যারিয়ারে। বিশেষ করে মন্টেরো (কল মি বাই ইওর নেম) গানের ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মহল তাকে আখ্যা দিয়েছিল ‘অশ্লীল’ ও ‘অপদেবতা’। জবাবে ইউটিউবে প্রকাশ করেছিলেন ব্যঙ্গাত্মক ‘ক্ষমাপ্রার্থনা ভিডিও’, যেখানে বিতর্কিত দৃশ্যই আবার জুড়ে দেন। আর টুইটারে লেখেন, সমালোচকদের চোখের জল দিয়ে তিনি নিজের ‘গ্র্যামি কাপ’ ভরতে চান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু