পিটারের শিল্পকর্ম ‘উইন্টার এগ’ বিক্রি হলো ৩৭০ কোটি টাকায়
প্রকাশ : ০৩-১২-২০২৫ ১৩:০৭
ছবি : সংগৃহীত
পিপলসনিউজ ডেস্ক
রাশান শিল্পী পিটার কার্ল ফাবারজের বানানো শিল্পকর্ম ‘উইন্টার এগ’ নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে লন্ডনের ক্রিস্টিসে। মঙ্গলবার (২ ডিসেম্বর) শিল্পকর্ম বিক্রি হয় ২২ দশমিক নয় মিলিয়ন পাউন্ড। টাকায় যার মূল্য ৩৭০ দশমিক নয় কোটি। ক্রিস্টিস জানিয়েছে, এর বেশি দাম ফাবারজের আর কোনো শিল্পকর্মই পায়নি আর কখনো।
এটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা কিনেছেন। এতে ভেঙে গেছে ২০০৭ সালে তৈরি হওয়া আগের রেকর্ড। ক্রিস্টিসের বিশেষজ্ঞ মার্গো ওগানেসিয়ান বলেন, ‘এই ফলাফল আবারো প্রমাণ করে যে এই শিল্পকর্মের গুরুত্ব কতটা চিরন্তন।’
১৯১৩ সালে তৈরি করা ‘উইন্টার এগ’ ফাবারজের সেরা শিল্পকর্মগুলোর একটি। এটি বানানো হয়েছিল রাশান জার নিকোলাস দ্বিতীয়ের নির্দেশে। তিনি এটি উপহার দেন তার মাকে। ‘ডিম’টি একসময় রুশ রাজপরিবারের সংগ্রহে ছিল।
রক ক্রিস্টাল থেকে ‘ডিম’টি খোদাই করা। উচ্চতা মাত্র আট দশমিক দুই সেন্টিমিটার। এতে আছে প্রায় চার হাজার ৫০০ হীরকখণ্ড। এর মধ্যে রয়েছে রোজ-কাট পাথরও। এ ছাড়া প্লাটিনামের তুষারফুলের নকশা আছে। ‘ডিম’টি খুললে ভেতরে দেখা যায় সাদা কোয়ার্টজ দিয়ে বানানো ছোট ফুলের ঝুড়ি।
ডিমটির নকশা করেছিলেন আলমা থেরেসিয়া পিহল। তিনি ফাবারজের সেন্ট পিটার্সবার্গ কর্মশালার দুইজন নারী ওয়ার্কমাস্টারের একজন ছিলেন।
১৮৮৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত রোমানভ পরিবারকে ফাবারজে মোট ৫০টি ঐতিহাসিক ‘ডিম’ তৈরি করে দেন। ‘ইম্পেরিয়াল উইন্টার এগ’ সেই ৫০টির একটি। এগুলোর মধ্যে মাত্র সাতটি এখনো ব্যক্তিগত মালিকানায় আছে। বাকি ‘ডিম’গুলো রয়েছে বিভিন্ন জাদুঘর ও প্রতিষ্ঠানে, আর কিছু আজও নিখোঁজ।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com