weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট : দেশব্যাপী গ্রেপ্তার ৫০৯ জন

প্রকাশ : ১৪-০২-২০২৫ ২২:২৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের ষষ্ঠ দিনে ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে এখন পর্যন্ত মোট দুই হাজার ৬১৬ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ দিনে অপারেশন ডেভিল হান্টে ৫০৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত কার্যক্রমে সারাদেশে আরো ৯৪৮ জন গ্রেপ্তার হয়েছেন।

এইসময় সারাদেশে অভিযান চালিয়ে একটি ‘ওয়ান শুটার গান’ ও একটি ‘এক নলা বন্দুক’ এবং ২২টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনার পর গেল ৮ ফেব্রুয়ারি সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার।

সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার