weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে

প্রকাশ : ১৯-০৫-২০২৫ ১১:১৭

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক সারাহ্ ফারাজানা হক এই আদেশ দেন।

এদিন সকাল ৯টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের হাজতখানায় রেখে তাকে এজলাসে নেওয়া হয়। শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানান। শুনানি শেষে বিচারক তার আবেদন মঞ্জুর করে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রবিবার (১৮ মে) রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে পুলিশ। এরপর তাকে ভাটারা থানায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ভাটারা থানা তাকে ডিবির কাছে হস্তান্তর করে।

নুসরাত ফারিয়া বাংলাদেশের পাশাপাশি ভারতের চলচ্চিত্রেও সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস ২’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি হিট সিনেমায় অভিনয় করেছেন।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক কাহিনীতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। এই সিনেমাটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়, পরিচালনায় ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল।

অভিনয়ের পাশাপাশি নুসরাত ফারিয়া সংগীতেও পদচারণা রেখেছেন। ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে গায়িকা হিসেবে তার অভিষেক হয়। এরপর ‘হাবিবি’, ‘আমি চাই থাকতে’সহ আরো কিছু গানে কণ্ঠ দেন তিনি; যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা