weather ৩৪.৮৮ o সে. আদ্রতা ৪৮% , বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অভিযান শুরুর সাড়ে ৬ ঘণ্টা পর সাবেক মেয়র আইভী গ্রেপ্তার

প্রকাশ : ০৯-০৫-২০২৫ ১১:৩৮

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
অভিযান শুরুর নাটকীয় সাড়ে ছয় ঘণ্টা পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৯ মে) ভোর ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে তার বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। গাড়িবহর নিয়ে পুলিশও ছিল সতর্ক অবস্থানে।

গ্রেপ্তার হওয়ার সময় আইভী বলেন, ‘আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি। তাহলে এইভাবে আমাকে গ্রেপ্তার করতে হলো কেন?’ তিনি আরো বলেন, ‘আমি কী জুলুমবাজ, আমি কী হত্যা করেছি, আমি কী চাঁদাবাজি করেছি, আমার এমন কোনো রেকর্ড আছে নারায়ণগঞ্জ শহরে; কোনো বিরোধী দলকে আঘাত করেছি, তাহলে কীসের জন্য কী কারণে, কোন ষড়যন্ত্রের কারণে কার স্বার্থে আমাকে গ্রেপ্তার করা হলো। আমিও প্রশাসনের কাছে জানতে চাই।’

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখন আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখেন এলাকার মানুষজন। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। তখন মুহূর্তের মধ্যে আইভীর বাড়ির চারপাশে সড়কে অবস্থান নেন এলাকাবাসীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন,‌ আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাকে গ্রেপ্তার করতে এলে সে সময় তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হননি। তিনি বলেছিলেন, দিনের আলো ফুটলে যাবেন। গ্রেপ্তার প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করেছেন। তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নর্দান ও শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও রাজস্ব ফাঁকির অভিযোগ দুদকের নর্দান ও শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও রাজস্ব ফাঁকির অভিযোগ দুদকের অনলাইনে এনআইডি কার্যক্রম সাময়িক বন্ধ অনলাইনে এনআইডি কার্যক্রম সাময়িক বন্ধ মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে মিয়ানমারে স্কুলে বিমান হামলা, ২০ শিশুসহ নিহত ২২ মিয়ানমারে স্কুলে বিমান হামলা, ২০ শিশুসহ নিহত ২২ হঠাৎ কেন ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার হঠাৎ কেন ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার