weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার বার্তা

প্রকাশ : ০৭-০২-২০২৫ ১২:১৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদ গুঞ্জন এই থামে আবার ডানা মেলতে শরু করে। সেই গুঞ্জনের মাঝে মেয়ের জন্মদিনে বাবা অভিষেকের উপস্থিতি নেটিজেনদের মনে স্বস্তি দিয়েছিল। আবারও ইতিবাচক খবর, অভিষেকের জন্মদিনে শীতল বার্তা নিয়ে এলেন ঐশ্বরিয়া।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ৪৯ বছর পূর্ণ করলেন অভিষেক বচ্চন। জমকালো আয়োজন না থাকলেও স্ত্রী ঠিকই মনে করিয়ে দিলেন বিশেষ বার্তা দিয়ে।

তবে সেদিন সকাল থেকে চুপ ছিলেন ঐশ্বরিয়া। সামাজিক মাধ্যমে দেখা যায়নি তার কোনো পোস্ট। তবে সন্ধ্যা পেরিয়ে যেতেই সব জল্পনার অবসান ঘটিয়ে সাবেক সুন্দরী দিলেন স্বামী অভিষেকের জন্য মিষ্টি বার্তা।

বিশেষ দিনে ঐশ্বরিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিষেকের ছোটবেলার একটি ছবি প্রকাশ করেন। সাদাকালো সেই ছবিতে দেখা যাচ্ছে, খেলনা গাড়ির ওপর বসে আছেন অমিতাভপুত্র।  

সেই ছবি শেয়ার করে ঐশ্বরিয়া লেখেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। সুস্বাস্থ্য, ভালোবাসা আর আনন্দে ভরে উঠুক তোমার জীবন। ভালো থেকো তুমি।
ঐশ্বরিয়ার এই পোস্ট আসার পরেই শান্তির শ্বাস ফেলেছেন তার অনুরাগীরা। সম্পর্ক যে টিকে আছে সেই বার্তাই যেন স্পষ্ট জানিয়ে দিলেন ঐশ্বরিয়া।

এদিকে গত নভেম্বর মাসে স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাননি অভিষেক বচ্চন। তবে সে সময় তার সিনেমার প্রচারে গিয়ে ঐশ্বরিয়ার প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক এবং ঐশ্বরিয়া। এরপর তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আরাধ্য রায় বচ্চন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে