weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শাকিরা

প্রকাশ : ১৭-০২-২০২৫ ১১:৫৩

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলম্বিয়ান পপ স্টার শাকিরা। পাকস্থলির জটিলতা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হন ৪৮ বছর বয়সী এ পপ তারকা। খবর রয়টার্স।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পপ তারকার হঠাৎ অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে পেরুতে আয়োজিত কনসার্ট। রবিবার (১৬ ফেব্রুয়ারি) এবং সোমবার (১৭ ফেব্রুয়ারি) কনসার্ট স্থগিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই নিজের অসুস্থতার কথা জানান শাকিরা।

রবিবার সকালে এক পোস্টে শাকিরা লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমায় ইমারজেন্সিতে যেতে হয়েছিল পেট ব্যথার জন্য। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি।’

শাকিরা আরো লেখেন, আজ রাতে স্টেজ পারফর্ম করার মতো সুস্থ নই। চিকিৎসক আমাকে বিশ্রামে থাকতে বলেছেন। আশা করছি, সোমবার হাসপাতাল ছাড়তে পারবো।

হাসপাতাল ছেড়েই কনসার্টের প্রস্তুতি নিতে চান বলে টুইটার পোস্টে আশা প্রকাশ করেছেন শাকিরা। টিম, কনসার্টের আয়োজক ও ভক্তদের আশ্বস্ত করে নতুন তারিখ নির্ধারণ করার কথাও জানান সংগীতশিল্পী।

সর্বশেষ শারীরিক অসুস্থতার কারণে পেরুতে আয়োজিত কনসার্ট স্থগিত হওয়ায় পেরুর ভক্তদের উদ্দেশে শাকিরা তার পোস্টে লেখেন, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেনসিডিলসহ ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেনসিডিলসহ ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার সপ্তাহ পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট সপ্তাহ পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট সারজিসের বিরুদ্ধে মানহানি মামলা করলেন বিএনপি নেতা সারজিসের বিরুদ্ধে মানহানি মামলা করলেন বিএনপি নেতা সাদাপাথরে লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত সাদাপাথরে লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে অগ্রগতি দাখিলের নির্দেশ সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে অগ্রগতি দাখিলের নির্দেশ