weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্কার জিতে সালদানা বললেন অভিবাসীদের অবদানের গল্প

প্রকাশ : ০৩-০৩-২০২৫ ১১:২৭

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জয়ের পর অভিবাসীদের প্রতি শ্রদ্ধা জানালেন জো সালদানা। আলোচিত ‘এমিলিয়া পেরেজ’ ছবিকে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পান সালদানা। অস্কার গ্রহণের পর দর্শকদের উদ্দেশে জো সালদানা বলেন ‘এই সম্মান পেয়ে আমি অভিভূত’।

মঞ্চে উঠে আবেগাপ্লুত সালদানা কাঁদতে কাঁদতে তার মাকে স্মরণ করেন, এবং ‘এমিলিয়া পেরেজ’ এর সব শিল্পী ও কলাকুশলীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেন—শিল্প জগতে অভিবাসীদের অবদান।

জো সালদানা বলেন, আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান, যারা স্বপ্ন, সম্মানবোধ ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বড় হয়েছেন। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে।

তিনি আরো বলেন, আমি জানি, আমি শেষ ব্যক্তি নই। আমি আশা করি, এই পুরস্কার পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন।

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের পর অস্কারের ৯৭তম আসর আয়োজন নিয়ে ছিল শঙ্কা, তবে সেই পোগা শহরেই জমকালো আয়োজনে স্থানীয় সময় রবিবার সন্ধ্যার পর বসে বছরের সেরা ছবিকে পুরস্কৃত করার এই আয়োজন।

অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। পুরস্কার বিজয়ীরা তাদের অসাধারণ কাজের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করছে, এসময় বিজয়ীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়।

এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে অস্কার পেল ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, আর ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকাপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গত বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।

কস্টিউম ডিজাইনে পুরস্কার জিতেছে ‘উইকড’ ছবি। সেরা অভিযোজিত চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এ ছাড়া সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতে নিয়েছে আনোরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে