weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রসহ গ্রেপ্তার সাইফ আলী খানকে হামলাকারী

প্রকাশ : ১৯-০১-২০২৫ ১০:৫৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডঅভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারীকে অবশেষে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি সাইফকে কুপিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর এনডিটিভির

ভারতের মুম্বাই পুলিশের দাবি রবিবার (১৯ জানুয়ারি) সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। মুম্বাই পুলিশ সুত্রে জানা যায়, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়।

জানা যায়, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে। হামলাকারী ব্যক্তি প্রথমে নিজের নাম বিজয় দাস বললেও পরে মহম্মদ সজ্জাদ বলে দাবি করেন।তাকে সাইফের বাসভবন থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কাসারভাদাভালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি একসময় ঠাণেতে একটি পানশালায় কাজ করতেন। এর আগে সাইফের ওপর হামলা চালানোর ঘটনায় শনিবার সন্দেহভাজন হিসেবে একজনকে মধ্যপ্রদেশ থেকে আটক করেছিল পুলিশ। 

মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দ্রুত তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডে ছুরি লেগেছে। 

স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে। বর্তমানে অবশ্য সাইফ বিপদমুক্ত। তবু আরো কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন সাইফ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা