weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রোপচারে শরীর গঠন, যা জানালেন অনন্যা পান্ডে

প্রকাশ : ১৭-০৫-২০২৫ ১৩:৪৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে কৈশোরকাল থেকেই শারীরিক গড়ন নিয়ে নেতিবাচক মন্তব্যের শিকার হয়ে আসছেন। তাকে ঘিরে একটি গুঞ্জন দীর্ঘদিন ধরে ঘুরছে— তিনি নাকি অস্ত্রোপচারের মাধ্যমে নিতম্বের আকার বাড়িয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অনন্যা।

অভিনেত্রী বলেন, ‘আমি যখন ১৮ বা ১৯ বছরের, তখন খুবই রোগা ছিলাম। তখনই নানা কটু মন্তব্য শুনতে হতো। কেউ বলত— তোমার পা মুরগির ঠ্যাংয়ের মতো, কেউ আবার বলত— তুমি একেবারে দেয়াশলাই কাঠির মতো দেখতে। আমাকে শুনতে হতো— তোমার না স্তন আছে, না নিতম্ব।’

তিনি জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীরেও স্বাভাবিক পরিবর্তন এসেছে। তবে এখনো কটাক্ষ থেমে নেই। ‘

‘এখন আবার বলা হচ্ছে, আমি নাকি অস্ত্রোপচার করিয়েছি। অথচ আমি প্রকৃতির নিয়মেই বড় হচ্ছি, আমার শরীরের গঠনও বদলাচ্ছে সময়ের সঙ্গে,’— বললেন অনন্যা। তিনি আরো বলেন, কিছু মানুষ সবসময় সমালোচনা করবেই, বিশেষ করে নারীদের লক্ষ্য করেই কটাক্ষের শিকার হতে হয়। আমি মনে করি, এই অভিজ্ঞতা পুরুষদের তেমনভাবে পোহাতে হয় না।

শুধু শারীরিক গড়ন নয়, বলিউডে পা রাখার পর অভিনয় দক্ষতা নিয়েও নানা প্রশ্ন উঠেছিল অনন্যার বিরুদ্ধে। ‘তারকা-সন্তান’ তকমা পাওয়ায় নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। 

তবে সাম্প্রতিক সময়ে কিছু সিনেমা ও ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ‘খো গয়ে হম কঁহা’, ‘কল মি বে’ ও ‘কন্ট্রোল’— এই কাজগুলোতে অনন্যার পারফরম্যান্স দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে