weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমিরপুত্র জুনায়েদের নায়িকা হয়ে বলিউডে আসছেন সাই পল্লবী

প্রকাশ : ১০-০৭-২০২৫ ১১:৩৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে পা রাখতে চলেছেন। তার প্রথম হিন্দি ছবি ‘এক দিন’। এই ছবিতে তিনি জুটি বাঁধছেন বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে।

সুখবর হচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন আমির খান নিজে। সঙ্গে রয়েছেন তার ভাই মনসুর খান। বহুল আলোচিত এই সিনেমাটি মুক্তি পাবে ৭ নভেম্বর। চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এই খবর নিশ্চিত করেছেন। ‘এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে।

এই ছবির মাধ্যমে আমির খান ও মনসুর খানের দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফিরছেন। তারা সর্বশেষ একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জানে তু ইয়া জানে না’।

মনসুর খানই ১৯৮৮ সালে আমির খানের বলিউড অভিষেক ছবি ‘কয়ামত সে কয়ামত তক’ পরিচালনা করেছিলেন। এরপর তিনি ‘জো জিতা ওহি সিকান্দার’ (১৯৯২) এবং ‘আকেলে হাম আকেলে তুম’ (১৯৯৫)–এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন।

এদিকে জুনায়েদ খান তার অভিনয় জীবন শুরু করেন ২০২৪ সালে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘মহারাজ’ ছবির মাধ্যমে। চলতি বছরের শুরুতে তাকে দেখা গেছে ‘লাভেয়াপা’ ছবিতে। তবে বক্স অফিসে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি আমিরপুত্র।

‘এক দিন’ ছবির মাধ্যমে সাই পল্লবীর মতো শক্তিশালী অভিনেত্রীর সঙ্গে জুনায়েদ দারুণ সাফল্য পাবেন বলেই প্রত্যাশা করছেন অনেকে। ছবিটি যেমন নতুন একটি জুটিকে পর্দায় আনছে, তেমনি ফিরিয়ে আনছে খান পরিবারের দুই ভাইয়ের পুরনো সৃজনশীল জুটিকেও।

পিপলসনিউজ/আরইউ   

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার ৬০১ কোটি টাকার আবাসন প্রকল্প চার বছরেই বসবাসের অনুপযোগী! ৬০১ কোটি টাকার আবাসন প্রকল্প চার বছরেই বসবাসের অনুপযোগী! হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার