weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমি সুইসাইড করার মতো মেয়ে নই: পরীমনি

প্রকাশ : ২০-০৫-২০২৫ ১২:১১

ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ঘিরে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর বেরোয়। সোমবার (১৯ মে) রাতে ফেসবুক লাইভে এসে এসব গুজবের তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

পরীমনি বলেন, সারা দিন শুটিং করে ফোন হাতে নেওয়ার পর আমি শকড। ফোনকলের চেয়েও বেশি মেসেজ। ধরুন, আপনার কোনো আত্মীয় মারা গেছেন শুনে আপনি তাকে ফোন করে জিজ্ঞেস করছেন— আপনি বেঁচে আছেন? ঠিক তেমনই আমার পরিস্থিতি।

তিনি আরো বলেন, গুজব ছড়ানো হয়েছে যে আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে! ভাবুন তো, এটি আমার জন্য কতটা শকিং ছিল! মৃত্যু তো আমার হাতে নেই, সেটি আল্লাহর ইচ্ছা। তবে যদি কোনোদিন অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে ধরে নিতে হবে কেউ আমাকে মেরেছে।

লাইভে পরীমনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে নানা ইস্যু থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরাতে তাকেই ব্যবহার করা হয়। আলুর দাম কমাতে না পারলে পরীমনির বিয়ের খবর ছড়াও। এখন বিয়ের কথাও নেই, তাই একেবারে মেরে ফেলেই দিল। কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমনিকেই বেছে নেয়।

পরীমনি ইঙ্গিত দেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া আলোচনা থামাতে ইচ্ছাকৃতভাবে তার মৃত্যু সংক্রান্ত গুজব ছড়ানো হয়ে থাকতে পারে। তিনি বলেন, এই মুহূর্তে দেশে যা হচ্ছে, আপনারা জানেন। আমাদের ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য শিল্পীর (নুসরাত ফারিয়া) সঙ্গে যা হচ্ছে, সেটি কাম্য নয়। এটি নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন হঠাৎ করে আমাকে নিয়ে এমন গুজব ছড়ানো কি সেই আলোচনা থামানোর চেষ্টা না? আমি নিশ্চিত না, কিন্তু সন্দেহ থেকেই যায়।

লাইভের একপর্যায়ে পরীমনি স্পষ্টভাবে বলেন, আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে আত্মহত্যা করার মতো কোনো ইস্যুই নেই। আমি এখন দুইটি সন্তান নিয়ে, আমার কাজ নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে দয়া করে আপনাদের নেতিবাচক জীবনযাপন ঢুকিয়ে দেবেন না।

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, কিছু হলেই পরীমনিকে নিয়ে টানাটানি কেন? আর কাউকে নিয়ে কিছু খুঁজে পান না!

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে