weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬০% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আরিফিন শুভ-ঐশীর ঘনিষ্ঠ ছবি, প্রেম না অন্যকিছু

প্রকাশ : ২৫-১১-২০২৫ ১৭:১৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ঢালিউড পাড়ায় এক সময় ফিসফাঁস চলত— দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর প্রেম চলছে। তবে সেই ফিসফাঁস বেশিদিন হালে পানি পায়নি। কারণ, আরিফিন শুভ ব্যক্তিজীবন নিয়ে বরাবরই স্পষ্টভাষী।

এবার নিঃশব্দ কৌতূহল আবারো গেজে উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুজন— ঐশী শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন। অনেকে বলেন, ছবিতে যেন তাদেরই গল্প বলা হচ্ছে।

কিন্তু রহস্য আরো গভীর হলো ক্যাপশনে। আরিফিন শুভ তার ছবির ক্যাপশন জুড়েছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।’ অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে লিখলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

দুটি ছবি, দুটি বাক্য— কিন্তু সুর এক। আর ঠিক সেখানেই আবার উঁকি দিচ্ছে পুরনো প্রশ্ন— শুভ-ঐশীর সেই গুঞ্জন কি তবে সত্য হচ্ছে। নাকি অন্যকিছু?

এর মাঝেই শোনা যাচ্ছে, দীর্ঘদিন আটকে থাকা রায়হান রাফী পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা ‘নূর’ বায়োস্কোপ প্লাসে দ্রুতই মুক্তি পাবে। তাই নেটিজেনদের দ্বিধা আরো বাড়ছে— এ কি সিনেমার অঘোষিত প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো অনুচ্চারিত টান? সময়ই শেষ উত্তরটা বলে দেবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে