weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আলোচনায় দীপিকা পাড়ুকোনের পুরোনো প্রেম

প্রকাশ : ০৯-০৬-২০২৫ ১৪:৪১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
রণবীর সিংয়ের সঙ্গে সংসার গড়ার আগে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একাধিক প্রেমের কথা বহুবার আলোচনায় এসেছে। তবে এবার প্রকাশ্যে এলো তার এক পুরোনো সম্পর্কের নতুন অধ্যায়।

মডেল ও অভিনেতা মুজম্মেল ইব্রাহিম এক সাক্ষাৎকারে দাবি করেছেন, দীপিকার সঙ্গে তার একটি প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের অনেক অজানা অধ্যায় এবার সামনে এনেছেন তিনি।

সাক্ষাৎকারে মুজম্মেল জানান, দীপিকা যখন নতুন করে বলিউডে নিজের জায়গা গড়তে মুম্বাইয়ে এসেছিলেন, তখন দুজনের মধ্যে একটি প্রকৃত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি দীপিকাই প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন বলেও দাবি করেছেন মুজম্মেল। 

তিনি বলেন, তখন আমাদের জীবন ছিল খুবই সাধারণ। বৃষ্টির দিনে অটোরিকশায় ঘোরা, গান শোনা, আর একে অপরের সঙ্গে সময় কাটানো আমাদের জন্য ছিল দারুণ আনন্দের।

এক স্মৃতির কথা উল্লেখ করে মুজম্মেল বলেন, একবার দীপিকার পছন্দের গান বাজানোর জন্য আমি অটোরিকশা চালককে অনুরোধ করি। সেই চালক টানা দেড় ঘণ্টা গান বাজিয়েছিলেন। দীপিকা খুব খুশি হয়েছিল সেদিন।

মুজম্মেল আরো জানান, সেই সময় তিনি একজন প্রতিষ্ঠিত মডেল ও অভিনেতা ছিলেন, আর দীপিকা ছিলেন নতুন মুখ। তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল এক ফ্যাশন শোতে। 

গ্ল্যাডর‌্যাগস নামের একটি শোতে আমরা দুজনই অংশ নিই। সেখান থেকেই বন্ধুত্ব, এরপর প্রেম, বলেন মুজম্মেল। প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে জানিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত তাদের প্রেমে ভাঙন ধরে। 

ব্রেকআপ প্রসঙ্গে মুজম্মেল বলেন, বিচ্ছেদের পরও আমাদের মধ্যে তিক্ততা ছিল না। কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল, তবে পরে আমরা আবার কথা বলতে শুরু করি। একে অপরের সাফল্যে সবসময় শুভেচ্ছা জানিয়েছি।

তিনি আরো বলেন, দীপিকার রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর তাদের সব যোগাযোগ চূড়ান্তভাবে শেষ হয়ে যায়। বর্তমানে দীপিকা পাড়ুকোন বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন। মুজম্মেল জানান, প্রাক্তন প্রেমিকা হিসেবে নয়, একজন সহকর্মী হিসেবে দীপিকার সাফল্যে তিনি গর্ব অনুভব করেন। 

তার ভাষায়, দীপিকা এখন সুপারস্টার। ওকে দেখে আমি আনন্দিত এবং গর্বিত। সবসময় ওর সুখের জন্য প্রার্থনা করি। আমি ওর একজন বড় ভক্ত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার ৬০১ কোটি টাকার আবাসন প্রকল্প চার বছরেই বসবাসের অনুপযোগী! ৬০১ কোটি টাকার আবাসন প্রকল্প চার বছরেই বসবাসের অনুপযোগী! হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার