weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬০% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিধসে মৃত্যু বেড়ে ৩০

প্রকাশ : ২১-১১-২০২৫ ১৬:৫০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার মধ্য জাভার দুটি অঞ্চলে ভূমিধসে মৃত্যু বেড়ে ৩০-এ দাঁড়িয়েছে বলে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে। টানা বৃষ্টিপাতের দরুন প্রথমে সিলাচাপ শহরে ও তার কয়েকদিন পর বানজারনেগারা অঞ্চলে হওয়া ভূমিধসে এখনো ২১ জনের মতো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অভিযান অব্যাহত আছে। 

শুক্রবার (২১ নভেম্বর) সংস্থাটি এ কথা বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত বানজারনেগারা থেকে উদ্ধারকারীরা বৃহস্পতিবার (২০ নভেম্বর) আরো সাতটি মৃতদেহ উদ্ধার করার পর সেখানে ভূমিধসে মৃত্যু বেড়ে ১০ জনে দাঁড়ায়। এখনো ১৮ জন নিখোঁজ, বৃহস্পতিবার রাতে দেওয়া বিবৃতিতে এ কথা জানান সংস্থার মুখপাত্র আবদুল মুহারি।

ভূমিধসে ওই এলাকায় কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত, সাত জন আহত হয়েছেন। অন্তত ৯০০-র বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ, সেনা সদস্যসহ অন্তত ৭০০ উদ্ধারকর্মী নেমেছেন, ব্যবহার হচ্ছে খনন যন্ত্র এক্সকাভেটরও, বলেছেন মুহারি।

সিলাসাপে নতুন চারটি মৃতদেহ উদ্ধারের পর সেখানে নিহতের সংখ্যা ২০-এ পৌঁছেছে, নিখোঁজ এখনো তিন। কর্তৃপক্ষ সেখানে উদ্ধার অভিযান আগামী সপ্তাহ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ায় সেপ্টেম্বরে শুরু হওয়া বর্ষাকাল এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা; এই সময়ের মধ্যে অনেক এলাকায় ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে