weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ইসরায়েলি নিহত, আহত ৬৩

প্রকাশ : ১৪-০৬-২০২৫ ১৩:৪০

তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার ফাইটার দল পাঠানো হয়। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে শনিবার (১৪ জুন ২০২৫) ভোরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন এবং ৪৩ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ২৬ জনকে শেবা মেডিক্যাল সেন্টারে, ১৩ জনকে বেলিনসন হাসপাতালে এবং ১৯ জনকে ইচিলভ মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজনের অবস্থা মোটামুটি গুরুতর।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি জানিয়েছে, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আটকে পড়া মানুষজন নিয়ে শঙ্কা রয়েছে। রামাত গানে ভবনের কাঠামোগত ক্ষতি হয়েছে এবং সেখানেও আটকে পড়া মানুষজন রয়েছে। জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম ৬৩ জন আহতকে চিকিৎসা দিয়েছে।

এদিকে, ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে। 

এমডিএ’র উদ্ধারকারী দল আহতের খবর পাওয়া গেছে, গুশ দান এলাকার এমন ৭ স্থানে অনুসন্ধান চালাচ্ছে।

এমডিএ’র একজন মুখপাত্র শুক্রবার ইসরায়েলি গণমাধ্যমকে জানান, গোলার টুকরার আঘাতে মাথায় সামান্য আঘাত পেয়েছেন এক নারী।

এমডিএ প্যারামেডিক ও ডান অঞ্চলের ডেপুটি ডিরেক্টর হ্যারেল শাশন বলেন, ক্ষেপণাস্ত্র আঘাতে গুরুতর ক্ষতিগ্রস্ত একটি ভবনে আমাদের ডাকা হয়েছিল। আমরা আহত ব্যক্তিদের উদ্ধার করেছি, যাদের মধ্যে আনুমানিক ৭০ বছর বয়সী এক নারী ছিলেন। তিনি ধ্বংসাবশেষে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। আমরা তাকে চিকিৎসা সেবা দিয়েছি এবং হাসপাতালের পথে সিপিআর বা জীবনরক্ষাকারী পদ্ধতি অনুসরণ করি।

তিনি বলেন, আমরা গুরুতর আহত একজন পুরুষকেও চিকিৎসা দিয়েছি, যিনি মুখে গোলার টুকরার আঘাত পেয়েছিলেন। আরেক নারীকেও আমরা চিকিৎসা দিয়েছি, যিনি গোলার টুকরার আঘাতে মোটামুটি আহত হন। সামান্য আঘাত পাওয়া আরও কয়েকজন চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়েছি। এমডিএ’র বড় দল এখনো ঘটনাস্থলে রয়েছে, ভবনের অনুসন্ধান কার্যক্রমে চিকিৎসা সহায়তা নিশ্চিত করছে এবং প্রয়োজনে চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছে।

ইসরায়েলের দিকে ইরান প্রায় ১৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইহুদি দেশটিতে সাইরেন বাজতে শুরু করে। এরপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ জনতার নিরাপদ আশ্রয়ের জন্য প্রাথমিক সতর্কবার্তা জারি করে।

জেরুজালেম পোস্ট লিখেছে, প্রাথমিক প্রতিরক্ষা মূল্যায়নে জানা গেছে, ইরান ইসরায়েলের ভূখণ্ডের দিকে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইডিএফ জানায়, প্রথম হামলার কিছুক্ষণের মধ্যেই ইরান আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র মোকাবিলার দৃশ্য দেখেছেন।

ইরানে শুক্রবার ভোররাতে বিভিন্ন স্থানে দফায় দফায় হামলার পরদিন দুপুরে ইসরায়েল দেশটিতে দ্বিতীয়বারের মতো কয়েকদফা হামলা চালায়।

রয়টার্স জানিয়েছে, জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেছে ইসরায়েলের হামলায় জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ ৭৮ জন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ৩২০ জন, যাদের বেশির ভাগ বেসামরিক ব্যক্তি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে