weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মার্কিন গোয়েন্দা তথ্য

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল!

প্রকাশ : ২১-০৫-২০২৫ ১৩:৪৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল— এমন নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন একাধিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই এই তথ্য সামনে এসেছে।

তবে হামলার বিষয়ে ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা, তা নিশ্চিত নয়। একইভাবে, যুক্তরাষ্ট্রও জানে না ইসরায়েল আদৌ হামলা চালাবে কিনা। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আশঙ্কা সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘যদি ইরানের সঙ্গে ইউরেনিয়াম অপসারণ নিয়ে কোনো সমঝোতা না হয়, তাহলে হামলার সম্ভাবনা আরো জোরালো হবে।’

ইসরায়েলের সামরিক মহড়া, গোলাবারুদ পরিবহন এবং উচ্চপর্যায়ের বার্তা বিনিময় পর্যবেক্ষণ করে এই গোয়েন্দা মূল্যায়ন তৈরি হয়েছে। এসব কার্যকলাপ হামলারই ইঙ্গিত হতে পারে, আবার ইরানের ওপর চাপ সৃষ্টি করার কৌশলও হতে পারে।

এ বিষয়ে সিএনএন মন্তব্য জানতে চাইলেও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো সাড়া দেয়নি। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসও এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গোয়েন্দা তথ্যে আরো বলা হয়েছে, ইসরায়েল মনে করছে— বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ সংকট এবং আঞ্চলিক প্রভাব হ্রাসের কারণে দেশটি এখন তুলনামূলকভাবে বেশি অরক্ষিত।

ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ইরান বড় ধরনের উসকানি না দিলে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে না। বিশেষজ্ঞদের মতে, ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা প্রয়োজন হবে। তবে এক ইসরায়েলি সূত্র জানায়, যদি যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে ইসরায়েল ‘অগ্রহণযোগ্য’ মনে করে, তাহলে তারা একাই হামলার পথে হাঁটবে।

বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে আলোচনা স্থবির। যুক্তরাষ্ট্রের অবস্থান, ইরান যেন এক শতাংশ ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে না পারে।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর বিরোধিতা করে বলেন, আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি যুক্তরাষ্ট্রের বড় ভুল এবং এর মাধ্যমে আলোচনায় কোনো ফল আসবে না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে