weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরান ও ইসরায়েলের সংঘাত সহজে থামাতে পারি: ট্রাম্প

প্রকাশ : ১৫-০৬-২০২৫ ১৬:০৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা সহজেই দুই দেশের মধ্যে চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি। খবর বিবিসির

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, শনিবার রাতে ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই। 

ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানে ইসরায়েলের একের পর এক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো কোনো সহায়তা করছে না। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোতে হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরান।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান যদি আমাদের ওপর যে কোনো ধরনের, যে কোনো উপায়ে হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এমন তৎপরতা চালাবে যা আগে কখনো দেখা যায়নি।

তিনি আরো বলেন, তবে আমরা চাইলে সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি।

এর আগে ইরানকে ইসরায়েলের আরো হামলার মুখে পড়া নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান এখনো তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না করলে এরপর তাদেরকে ‘আরো নৃশংস’ ইসরায়েলি হামলার শিকার হতে হবে।

ট্রাম্প বলেন, তিনি ইরানকে পারমাণবিক চুক্তি করার জন্য সুযোগের পর সুযোগ দিয়েছেন। বিবিসি জানায়, পারমাণবিক চুক্তি নিয়ে আজ ষষ্ঠ দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে লিখেছিলেন, আমি তাদেরকে সবচেয়ে কড়া ভাষায় বলেছি পারমাণবিক চুক্তি করতে। কিন্তু তারা এটি করতে পারেনি।

ইরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প লেখেন, ইতোমধ্যেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসসাধন হয়েছে। কিন্তু এখনো সময় আছে। এই রক্তপাত বন্ধ করা সম্ভব। কারণ, পরবর্তী হামলার পরিকল্পনা ইতোমধ্যেই করা হয়ে গেছে। এই হামলা আরো নৃশংস হবে।

তিনি আরো লেখেন, ইরানকে (পারমাণবিক) চুক্তি করতে হবে, নাহলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। ইরান এক সময় ইরানি সাম্রাজ্য নামে যে পরিচিতি পেয়েছিল সেটিকে বাঁচান। আর প্রাণহানি নয়, আর ধ্বংস নয়। এখনই কাজ শুরু করুন, আরো বেশি দেরি হয়ে যাওয়ার আগেই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এরআগে জানান, ইরানে ইসরায়েল হামলা চালানোর আগে থেকেই তিনি তাদের এই পরিকল্পনার কথা জানতেন। তবে এই হামলায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কোনো ভূমিকা রাখেনি বলেও তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে