weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইলন মাস্কের ‘কালশিটে দাগ’ নিয়ে কৌতূহল

প্রকাশ : ৩১-০৫-২০২৫ ১৬:০৩

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
কালশিটে চোখ নিয়ে শুক্রবার (৩০ মে) ওভাল অফিসে দেখা মিলল প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের। তবে বিশ্বের প্রভাবশালী এই ধনকুবেরের এই হাল কী করে হলো তা নিয়ে কৌতূহল দেখিয়েছেন অনেকে। জবাবে টেসলা সিইও জানান, ছোট ছেলের সঙ্গে খেলার সময় আঘাত পান তিনি।

স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন মাস্ক। পরেছিলেন কালো ‘ডোজ’  টুপি ও কালো পোশাক। এ দিনটি ছিল সরকারের দক্ষতা বিভাগের (ডোজ) প্রধান হিসেবে মাস্কের বিদায়ের উপলক্ষ।

সাংবাদিক ব্রেট স্যামুয়েলস মাস্ককে জিজ্ঞেস করেন তার চোখে কী হয়েছে। উত্তরে মাস্ক বলেন, আমি ছোট এক্সের সঙ্গে খেলাধুলা করছিলাম। ওকে বললাম, চলো, আমাকে ঘুষি মারো। ও ঘুষি মারল। দেখা গেল, এমনকি পাঁচ বছরের বাচ্চার ঘুষিও সত্যিই বেশ লাগে।

ট্রাম্প তখন বলেন, ওটা এক্স করেছে? ও পারে। যদি তুমি এক্সকে চেনো, জানবে ও এটা করতে পারে।
মাস্ক আরো জানান, এখন এক্স তার মায়ের সঙ্গে আছে। এর আগে ফেব্রুয়ারিতে ওভাল অফিসে এক্সকে দেখা গিয়েছিল এবং সে প্রেসিডেন্টের সঙ্গে মেরিন ওয়ানেও গেছে।

মাস্ক বলেন, তখন খুব একটা বুঝিনি, পরে দেখি কালশিটে পড়ে গেছে। কিন্তু ওর সঙ্গে খেলাই করছিলাম।

ট্রাম্প জবাবে বলেন, আমি তো খেয়ালই করিনি। এর আগে মাস্ক সাংবাদিকদের বলেন, এখানে একটু চিহ্ন হয়েছে বলেই হেসে উঠে নিজের ডান চোখের দিক দেখান।

এ মন্তব্য আসে তখন, যখন ট্রাম্পকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্পর্কে প্রশ্ন করা হয়। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে আঘাত করছেন। নিউ ইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট বলেন তারা আসলে ‘ঠাট্টা-মশকরা করছিলেন’।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছি। ওরা ভালোই আছে। কী হয়েছে জানি না, তবে আমি ওকে ভালো চিনি, ওরা ঠিক আছে।’

ওভাল অফিসে ট্রাম্প ও মাস্কের যৌথ প্রেস কনফারেন্সে সাংবাদিকরা মাস্কের কথিত মাদক ব্যবহার সংক্রান্ত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রসঙ্গও তোলেন। মাস্ক সেই প্রশ্ন উড়িয়ে দেন এবং সংবাদমাধ্যমটিকে কটাক্ষ করেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে