weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো ১০০

প্রকাশ : ১৪-০৮-২০২৫ ১১:৪১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। আল জাজিরার মাঠ পর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ উপত্যকার উত্তরাঞ্চলে হামলা আরো তীব্র হয়েছে, যেখানে শুধু গাজা সিটিতেই ৬১ জন প্রাণ হারিয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণের চেষ্টা করছিলেন এমন কয়েকটি গোষ্ঠীর ওপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হন।

পরিবারের জন্য খাদ্য জোগাড়ের মরিয়া চেষ্টা করতে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন নিহত হন।

এর মধ্যে রাফাহর উত্তরে একটি ত্রাণকেন্দ্রের কাছে ১৬ জন নিহত হওয়ার কথা জানিয়েছে দক্ষিণ গাজার নাসের হাসপাতাল।

এ ছাড়া উত্তরে ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ১৪ জন নিহত ও ১১৩ জন আহত হয়েছেন বলে গাজা জরুরি ও অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে।

গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে আরো জানা গেছে, ইসরায়েলের আরোপিত অনাহার ও অপুষ্টিতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু। যুদ্ধ শুরুর পর থেকে অনাহার ও অপুষ্টিজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে, যার মধ্যে ১০৬ জন শিশু রয়েছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নরওয়ের অর্থমন্ত্রীর কাছে শান্তিতে নোবেল চাইলেন ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রীর কাছে শান্তিতে নোবেল চাইলেন ট্রাম্প হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে নিহত ৫ হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে নিহত ৫ চাল-ডিমের দাম বেড়েছে, ৮০ টাকার নিচে মিলছে না সবজি চাল-ডিমের দাম বেড়েছে, ৮০ টাকার নিচে মিলছে না সবজি ১২ দিনে এসেছে বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় ১২ দিনে এসেছে বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেত্রী শমী কায়সার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেত্রী শমী কায়সার