weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

এই বলিউড অভিনেত্রীকে চিনেন?

প্রকাশ : ২৫-০৫-২০২৫ ১৩:৪৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
তারকাদের ওজন বৃদ্ধি হলে নেটিজেনরা ট্রল করেন। এমনকি রাস্তাঘাটে তাদেরকে নজরেও রাখেন। ঠিক তেমনই এক ঘটনা ঘটল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে। মেকআপ ছাড়া সম্প্রতি ধরা পড়েন ক্যামেরায়। আর তাতেই নানারকম কটাক্ষের শিকার হন তিনি।

সন্তান জন্মের পর ওজন বেড়ে যায় বিপাশা বসুর। কিছুটা ওজন কমিয়ে ফেলেছিলেন তিনি। সেই সব ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। তা দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছিলেন তাকে।

তবে সম্প্রতি সাধারণের বেশে বাইরে বের হয়েই বাধে বিপত্তি। অভিনেত্রীর মোটা হয়ে যাওয়ার ছবি ভাইরাল হওয়ায় কিছুটা অবাক বনে যান অনুরাগীরা। সম্প্রতি কোনোরকম মেকআপ ছাড়া রাস্তায় বের হয়েছিলেন বিপাশা। আর সঙ্গেই ক্যামেরাবন্দি হন তিনি। আর সেই ছবিই এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল। কেউ যেন মেনেই নিতে পারছেন না তার চেহারার এই গড়ন।
 
বিভিন্ন ধরনের কটাক্ষের মন্তব্যও ধেয়ে আসছিল অভিনেত্রীর দিকে। তবে অনেকে তার পাশেও দাঁড়িয়েছেন। এক নেটিজেন লিখেছেন, তার যখন প্রয়োজন ছিল, তখন তিনি নিজেকে সেভাবেই দেখিয়েছেন। এখন তিনি তার মাতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, যেটিকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিৎ। আরেক নেটিজেন লিখেছেন, তিনি অন্যদের মতো সারোগেসি করাননি, নিজেই জন্ম দিয়েছেন। তার মধ্যে মাতৃত্বের মাধুর্যতা ফুটে উঠেছে।

বিপাশাকে নিয়ে অনেকে কটাক্ষ করেছিলেন। তাদের ওপর চটে গিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বিপাশা প্রসঙ্গে প্রশ্ন করায় অপরাজিতার অকপট জবাব, কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ড. মইনুলের বিরুদ্ধে অর্থ পাচারসহ অস্ট্রেলিয়ায় তিন বাড়ির সত্যতা পেয়েছে দুদক ড. মইনুলের বিরুদ্ধে অর্থ পাচারসহ অস্ট্রেলিয়ায় তিন বাড়ির সত্যতা পেয়েছে দুদক শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত