weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এক গানে কত কোটি পারিশ্রমিক নেন এ আর রহমান

প্রকাশ : ০২-০৩-২০২৫ ১১:৫৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
এ আর রহমানের গান মানেই বাড়তি আগ্রহ শ্রোতাদের। সিনেমাতে তার গান রাখা হয় দর্শককে আকৃষ্ট করতে। অনেক সিনেমার ভাগ্যেই বদলে দিয়েছেন ভারতের সংগীত জাদুকর এ আর রহমান। দীর্ঘ দিনের ক্যারিয়ারে বহু হিট ও ঐতিহাসিক গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কও তিনি।

পিঙ্কভিলার প্রতিবেদন বলছে, ‘মা তুজে সালাম’খ্যাত গায়ক এ আর রহমান এক গানের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক নেন। একটি সিনেমায় গান করতে তিনি পারিশ্রমিক নেন আট থেকে ১০ কোটি রুপিরও বেশি। মোটা এই পারিশ্রমিকের কল্যাণে তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় এক হাজার ৭০০ কোটি রুপি।

সর্বশেষ এ আর রহমান ‘ছাবা’ সিনেমার স্কোর এবং সাউন্ডট্র্যাক কম্পোজ করেছেন। ছবিটি বর্তমানে ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে। গানগুলোও বেশ প্রশংসা পেয়েছে। এ ছাড়া তিনি জার্মান সংগীতজ্ঞ হান্স জিমারের সঙ্গে মিলে রণবীর কাপুর ও নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার সংগীতায়োজন করতে যাচ্ছেন।

এ আর রহমানের পারিশ্রমিক অন্যান্য শীর্ষ গায়কদের তুলনায় প্রায় এক হাজার ১০০ শতাংশ বেশি, পিঙ্কভিলা এমনটাই দাবি করেছে। সেইসঙ্গে তারা প্রকাশ করেছে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতের শীর্ষ পাঁচ গায়কের তালিকাও।

শীর্ষ পাঁচ ভারতীয় গায়কের পারিশ্রমিক (প্রতি গান): এ আর রহমান: ৩ কোটি রুপি, শ্রেয়া ঘোষাল: ২৫ লাখ রুপি, সুনিধি চৌহান: ১৮-২০ লাখ রুপি, অরিজিত সিংহ: ১৮-২০ লাখ রুপি এবং সোনু নিগাম: ১৫-৮০ লাখ রুপি।

এ ছাড়া জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ প্রতিটি গানের জন্য পারিশ্রমিক পান ১০ লাখ রুপিরও বেশি। একইভাবে মিকা সিং, বাদশাহ এবং নেহা কক্করও প্রায় একই পরিমাণ আয় করেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে