weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এক সিনেমায় শাহরুখ-আল্লুর দেখা মিলবে?

প্রকাশ : ০৪-০৫-২০২৫ ১১:৪৩

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড বাদশাহ শাহরুখ খান। আর দক্ষিণের ইন্ডাস্ট্রি কাঁপিয়ে চলছেন আল্লু অর্জুন। এই দুই তারকার সিনেমা মানে পর্দায় ভিন্ন কিছু। যদি তারা একই পর্দা ভাগ করেন; বিষয়টি কেমন হবে? এক কথায় অভাবনীয় কিছু। 

একই সিনেমায় এ দুই তারকার কাজ করা নিয়ে কথা বললেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে বিভাজনের দেয়াল ভেঙে দিয়ে একত্রে কাজ করার কথা বললেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই তারকা।

সম্প্রতি মুম্বাইতে আয়োজিত হয়েছে তারকাদের ‘ওয়েভস সামিট’। সেখানে হাজির হয়েছিলেন বিজয়। মডারেটর হিসেবে ছিলেন করণ জোহর। সেখানে করণের উদ্দেশ্যে বিজয় বলেন, ‘শাহরুখ খান এবং আল্লু অর্জুন— যদি তারা একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটি শুধু একটা ছবি হবে না, সেটি হবে একতা, উদযাপন আর শক্তির প্রতীক।’

‘দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে’— বিজয়ের বক্তব্যে উঠে এল এমনই ভাবনা। তার মতে, ‘ভারতীয় ছবির এখন দরকার একটি ধামাকা। উত্তর আর দক্ষিণের ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগই পারে নতুন দিগন্ত খুলতে।’

শাহরুখের শেষ ছবির প্রায় হাজার কোটির সাফল্য, আর ‘পুষ্পা টু’-কে ঘিরে হাজার কোটির প্রত্যাশা— দুই ইন্ডাস্ট্রির শক্তিকে একত্র করলে যে বিস্ফোরণ ঘটতে পারে, সেটিই তুলে ধরেন বিজয়। বলেন, ‘এই ধরনের কোল্যাবরেশন শুধু বক্স অফিসে নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ’।

দীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। এবার নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে। এ বছর ব্যস্ত থাকবেন তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে। 

জানা গেছে, আগামী ১৮ মে থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। অন্যদিকে ‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এবার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করবেন আল্লু। এটি হতে যাচ্ছে আল্লু অর্জুনের ২২তম ও অ্যাটলির ষষ্ঠ সিনেমা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরব পৌঁছেছেন ২২,২০৩ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন ২২,২০৩ বাংলাদেশি হজযাত্রী সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা নিরঙ্কুশ জয় সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা নিরঙ্কুশ জয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার ৫ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার ৫