weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এবারো কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশের সিনেমা

প্রকাশ : ০১-১১-২০২৫ ১১:১৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সম্প্রতি আয়োজকরা ঘোষণা করেছেন, এবারের উৎসবেও বাংলাদেশের কোনো সিনেমা থাকছে না। ফলে টানা দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক আয়োজন থেকে বাদ পড়ল বাংলাদেশি চলচ্চিত্র। 

উৎসবের সময়সূচি অনুযায়ী, এবার ভারত, গুয়াতেমালা, ফিলিস্তিন, তুরস্ক, সার্বিয়া, মিশর, ইরাক, পোল্যান্ড ও জার্মানি-সহ মোট ৩৯টি দেশের ২১৫টি চলচ্চিত্র বিভিন্ন বিভাগে প্রদর্শিত হবে।

অনেকের ধারণা, দুই দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণেই হয়তো বাংলাদেশি চলচ্চিত্র বাদ পড়েছে।

তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে মাত্র একটি ছবি জমা পড়েছিল। সেটি হলো তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’। কিন্তু ছবিটি তাদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি। তাই ছবিটি উৎসবে জায়গা পায়নি।

উল্লেখ্য, ২০২২ সালে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিটি আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড’ লাভ করেছিল। সেই সাফল্যের পর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও বাড়বে বলে আশা করা হয়েছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে