weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কবে বিয়ে করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া

প্রকাশ : ২৯-১০-২০২৫ ১১:৪০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া যেন নতুনভাবে আবিষ্কৃত হয়েছেন। নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের পরিচালনায় তার অভিনয় এবং ‘স্ত্রী ২’-এর ‘আজ কি রাত’ গান দিয়ে আবারো দর্শকপ্রিয়তা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী তামান্না খোলামেলা কথা বলেছেন অভিনয়জীবন, বয়স এবং নারী চরিত্রের পরিবর্তন নিয়ে।

তামান্না বলেন, ‘আগে বলিউডে ৩০ পেরোলেই নায়িকাদের জন্য জায়গা থাকত না। তাদের সাইড চরিত্রে সীমাবদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন সেই ধারণা বদলেছে। চিত্রনাট্যকাররা ৩০-এর বেশি বয়সী নারীদের জন্য দারুণ সব চরিত্র লিখছেন, যা সত্যিই আশাব্যঞ্জক।’

তিনি আরো যোগ করেন, ‘আমি ভেবেছিলাম, ৩০-এর পর বিয়ে করে সংসার করব। কারণ তখন মনে হতো এই বয়সের পর আমার জন্য আর চরিত্র লেখা হবে না। কিন্তু সময় বদলেছে। এখন পরিচালকরা আমাদের বয়সী নারীদের জন্যও সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।’

বয়স নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ‘বয়স নিয়ে ভয়টা কেন, এখনো বুঝি না! বয়স যেন কোনো রোগ! অথচ বয়স বাড়া তো এক অসাধারণ ব্যাপার। অভিজ্ঞতা, পরিপক্বতা— সবই তো বয়সের সঙ্গে আসে’, বলেন তামান্না।

আগামী দিনে এই অভিনেত্রীকে দেখা যাবে ‘ও রোমি’, ‘ভ্যান— ফোর্স অব দ্য ফরেস্ট’, এবং ‘নো এন্ট্রি ২’–সহ একাধিক বড় বাজেটের সিনেমায়।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে