weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কান উৎসবে ওজন নিয়ে কটাক্ষের জবাবে যা বললেন ঐশ্বরিয়া

প্রকাশ : ২৪-০৫-২০২৫ ১৩:১৯

ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
কান চলচ্চিত্র উৎসবে নতুন করে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। সাদা বেনারসি শাড়ি, ফুলস্লিভ ব্লাউজ এবং ৫০০ ক্যারেটের মোজাম্বিক রুবির গহনায় তাকে দেখা গেছে অনন্য রূপে। ভারতীয় ঐতিহ্যবাহী সাজে তার উপস্থিতি আন্তর্জাতিক লাল গালিচায় যেন হয়ে উঠেছিল এক নিখুঁত শৈল্পিক প্রতিফলন।

তবে সৌন্দর্যের এই আলো ছড়ানোর মাঝেও একাংশ নেটিজেনের দৃষ্টিভঙ্গি গিয়ে ঠেকে তার ওজন ও চেহারার পরিবর্তনে। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, চুলের স্টাইল বদলান, আবার কেউ মন্তব্য করেছেন, মুখ এত ফুলে গেছে, আর ভালো লাগছে না দেখতে।

এই কটাক্ষের জবাবে দারুণ আত্মবিশ্বাসী ভঙ্গিতে প্রতিক্রিয়া দিয়েছেন ঐশ্বরিয়া। তিনি বলেন, আমি বুঝি না, আমার চেহারা নিয়ে কথা বলার এত আগ্রহ কেন! আমি চাইলে কয়েকদিনেই ওজন কমাতে পারি, কিন্তু ওজন নিয়ে আমি একদমই চিন্তিত নই। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমি যেমন আছি, তাতেই ভালো আছি। কে কী ভাবছে, তাতে আমার কিছু যায় আসে না।

ঐশ্বরিয়ার এই বক্তব্য সামাজিক মাধ্যমে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি অনেকে একে নারীদের শরীর নিয়ে সমাজের অতিরিক্ত মন্তব্যপ্রবণ মনোভাবের বিরুদ্ধে একটি সাহসী বার্তা হিসেবেও দেখছেন। এবারের কানে ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ন্যুড মেকআপ, ব্রাউন লিপস্টিক, কপালে লাল সিঁদুর- সব মিলিয়ে এক শুদ্ধ ভারতীয় রূপে হাজির হন তিনি। 

তার এই লুককে ‘সেরা’ বলে আখ্যা দিয়েছেন অনেকে। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, এবার কানে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে ঐশ্বরিয়ার লুক-ই সেরা। অনেকেই তার সাহসী বক্তব্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করে লিখেছেন- নিজেকে ভালোবাসাই আসল আত্মশক্তি।

ঐশ্বরিয়া কেবল রূপেই নয়, মনোভঙ্গিতেও অনন্য। কান চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক মঞ্চে তার উপস্থিতি যেমন ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, তেমনি তার কটাক্ষের জবাব দেয়ার ভঙ্গি নারীর আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় যা বললো বাংলা একাডেমি ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় যা বললো বাংলা একাডেমি গাজায় চিকিৎসক দম্পতির নয় শিশুসন্তান নিহত গাজায় চিকিৎসক দম্পতির নয় শিশুসন্তান নিহত