weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর আর নেই

প্রকাশ : ১৩-০৬-২০২৫ ১৬:১৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ব্যবসায়ী সঞ্জয় কাপুর ইহলোক ত্যাগ করেছেন। এনডিটিভি লিখেছে বৃহস্পতিবার (১২ জুন) যুক্তরাজ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই শিল্পপতির মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

গার্ডস পোলো ক্লাবে খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের। এর পর তিনি সেখান বেরিয়ে যান। এরপরই তিনি মারা যান। চিকিৎসার কোনো সুযোগই পাওয়া যায়নি।।

আরো শোনা যাচ্ছে, পোলো খেলার সময় একটি মৌমাছি গিলে ফেলেছিলেন সঞ্জয়। সেটি তার গলার ভেতরে কামড়ে দেয়। আর এ জন্যই তিনি হৃদরোগে আক্রান্ত হন।

নিজের এক্স হ্যান্ডলে একদিন আগেও পোস্ট করেছিলেন তিনি। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন তিনি।

ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমার বিয়ে হয় ২০০৩ সালের সেপ্টেম্বরে। ওই সময় ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন কারিশমা। তাদের প্রথম সন্তান সামাইরার জন্ম ২০০৫ সালে।

সামাইরার জন্মের পর থেকেই বারবার শোনা গেছে সঞ্জয়ের সঙ্গে কারিশমার বনিবনা না হওয়ার কথা। এর জের ধরে ওই সময় কিছুদিনের জন্য দিল্লি থেকে মুম্বাইয়েও ফিরে আসেন কারিশমা।

পরে অবশ্য আরো একবার সম্পর্ক জোড়া লাগে কারিশমা-সঞ্জয়ের। ২০১০ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান কিয়ান রাজ কাপুর।

এরপর থেকেই আবারো মাথাচাড়া দিয়ে ওঠে কারিশমার সংসারে ভাঙ্গনের খবর। প্রতিবারই অভিযোগ উঠেছে সঞ্জয়ের বিরুদ্ধে। শোনা যায়, কারিশমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি।

অবশেষে বিচ্ছেদের পথেই এগোন তারা। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন তারা। পরে ২০১৬ সালে বোন কারিনা কাপুরের স্বামী অভিনেতা সাইফ আলি খানের মধ্যস্থতায় বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

বিচ্ছেদের পর ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া সাচদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। প্রিয়া একজন ভারতীয়-মার্কিন হোটেল ব্যবসায়ী এবং বিক্রম চাটওয়ালের প্রাক্তন স্ত্রী। সঞ্জয় ও প্রিয়ার পরিচয় হয় নিউইয়র্কে এবং পাঁচ বছরের সম্পর্কের পর তারা ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কিন্তু কারিশমা কাপুর এর পর আর দ্বিতীয়বার বিয়ে করেননি।

সঞ্জয় কাপুরের মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। অন্যদিকে সাবেক স্বামীর মৃত্যুর খবরে কারিশমাকে সান্ত্বনা দিতে তার পাশে আছেন বোন কারিনা, সাইফ এবং অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু মালাইকা অরোরাও।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে