weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন ২৮ শিশুর মৃত্যু : ইউনিসেফ

প্রকাশ : ১৮-০৭-২০২৫ ১১:০৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল গাজায় ইসরায়েলি হামলার ভয়াবহতা তুলে ধরেছেন। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হচ্ছে। খবর মিডলইস্ট মনিটরের।

তিনি বলেন, এ যেন প্রতিদিন একটি শ্রেণিকক্ষের সব শিক্ষার্থীকে হারানো এবং তা যেন চলছে টানা দুই বছর।

তিনি আরো বলেন, শিশুরা রাজনৈতিক পক্ষ নয়। তারা কোনো সংঘর্ষ শুরু করে না, আবার থামাতেও পারে না। কিন্তু তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় এবং তারা বুঝে উঠতে পারে না কেন বিশ্ব তাদের পাশে নেই।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান, গাজার স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। তিনি বলেন, ৩৬ হাসপাতালের মধ্যে মাত্র ১৭টি এবং ১৭০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে মাত্র ৬৩টি আংশিকভাবে চালু আছে, যেখানে প্রতিদিন বহু হতাহত আসছে।

ফ্লেচার জানান, অর্ধেক চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে এবং জরুরি সেবা পরিচালনায় ব্যবহৃত জ্বালানির সংকট চরম পর্যায়ে রয়েছে। জুন মাসে শিশুদের অপুষ্টির হার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। পাঁচ হাজার ৮০০-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

তিনি আরো বলেন, গত সপ্তাহে খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশু ও নারী ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। তারা অপেক্ষা করছিল এমন কিছু খাবারের জন্য, যা তাদের বাঁচিয়ে রাখতে পারত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গোপালগঞ্জে তিন মামলার আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭ গোপালগঞ্জে তিন মামলার আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭ বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু গাজীপুরের সড়কে মা-বাবা ও ছেলেসহ নিহত ৫ গাজীপুরের সড়কে মা-বাবা ও ছেলেসহ নিহত ৫ জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে মার্কিন কূটনীতিকরা অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে পারবেন না মার্কিন কূটনীতিকরা অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে পারবেন না