weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
জাতিসংঘ তদন্ত কমিশনের প্রতিবেদন

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল

প্রকাশ : ১৬-০৯-২০২৫ ১৬:২৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত শেষে প্রথমবারের মতো বিশ্বসংস্থার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ইসরায়েলের শীর্ষ নেতারা এই জাতিগত নিধন উসকে দিয়েছেন বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৭২ পাতার এই তদন্ত প্রতিবেদন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। এই তদন্ত প্রতিবেদনকে ‘এখন পর্যন্ত জাতিসংঘের সবচেয়ে প্রামাণ্য ফলাফল’ বলে বর্ণনা করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ‘চারটি জাতিগত নিধন কর্মকাণ্ড’ পরিচালনা করেছে বলে তাদের তদন্তে উঠে এসেছে।

এগুলো হলো—একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা, তাদের শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতি করা, পরিকল্পিতভাবে ধ্বংস নিশ্চিত করার মতো জীবনযাত্রার শর্ত চাপিয়ে দেওয়া এবং জন্মরোধ করা।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে। তারা প্রতিবেদনটিকে ‘বিকৃত ও মিথ্যা’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের মন্তব্য জাতিসংঘের কমিশনের তিন বিশেষজ্ঞ ‘হামাসের এজেন্ট’।

তিনি আরো দাবি করেন, হামাসই ইসরায়েলে গণহত্যার চেষ্টা চালিয়েছে— এক হাজার ২০০ জনকে হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে, পরিবারগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে এবং প্রকাশ্যে প্রতিটি ইহুদিকে হত্যার লক্ষ্য ঘোষণা করেছে।  

হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৪ হাজার ৯০৫ জন নিহত হয়েছেন।

গাজায় বাসিন্দাদের বারবারই বাস্তুচ্যুত হতে হয়েছে। উপত্যকাটিতে ৯০ শতাংশেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে; স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে; এবং জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা গাজা সিটিতে দুর্ভিক্ষ ঘোষণা করেছেন।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তদন্তের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ২০২১ সালে স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে। এর উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা।

তিন সদস্যের এই বিশেষজ্ঞ প্যানেলের প্রধান হলেন নাভি পিলাই, যিনি জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান এবং রুয়ান্ডার গণহত্যার ওপর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ছিলেন।

কমিশনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ও সেনারা ১৯৪৮ সালের গণহত্যা সনদে বর্ণিত পাঁচটি অপরাধের মধ্যে চারটিই সংঘটিত করেছে। আর এসব অপরাধ গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে করা হয়েছে।  

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় এক হাজার ২০০ ব্যক্তিকে হত্যা করে। আরো ২৫০ জনের বেশি মানুষকে বন্দি করে ইসরায়েল থেকে গাজায় নিয়ে যাওয়া হয়। প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় নির্বিচার ও নৃশংস হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের, জানালেন আলী রীয়াজ চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের, জানালেন আলী রীয়াজ ভালো থাকুক বাংলাদেশ, আদালতে সাংবাদিকদের বললেন ব্যারিস্টার সুমন ভালো থাকুক বাংলাদেশ, আদালতে সাংবাদিকদের বললেন ব্যারিস্টার সুমন দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ডোনাল্ড ট্রাম্প দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ডোনাল্ড ট্রাম্প সাতরাস্তা মোড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট সাতরাস্তা মোড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট লন্ডনে বোরকা পরায় বাংলাদেশিকে হেনস্থা, বাবা ও ছেলে আটক লন্ডনে বোরকা পরায় বাংলাদেশিকে হেনস্থা, বাবা ও ছেলে আটক