weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেটা থুনবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৭১ অভিযাত্রীকে ফেরত পাঠালো ইসরায়েল

প্রকাশ : ০৭-১০-২০২৫ ১১:০০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জন মানবাধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। এদের মধ্যে সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ ১৬১ জনকে গ্রিসে পাঠানো হয়েছে। এ নিয়ে থুনবার্গকে দ্বিতীয়বার ফেরত পাঠানো হলো। খবর আল জাজিরার।

গত সপ্তাহে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টির বেশি জাহাজ সাগরে আটকে দেয় ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে জাহাজগুলোয় থাকা প্রায় ৪৭০ মানবাধিকারকর্মীকে আটক করে। এরপর আটক এসব অধিকারকর্মীকে ফেরত পাঠানো শুরু হয়। 

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৬ অক্টোবর) এক্স-এ এক ঘোষণায় জানায়, তারা ফ্লোটিলার জাহাজ থেকে আটক আরো ১৭১ জন অধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছে। এর ফলে এখন পর্যন্ত মোট ফেরত পাঠানো অধিকারকর্মীর সংখ্যা ৩৪১ জনে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ফেরত পাঠানো অধিকারকর্মীদের মধ্যে ১৬১ জন সোমবার একটি ফ্লাইটে এথেন্সে পৌঁছান। এদের মধ্যে ২৭ জন গ্রিক এবং ১৩৪ জন অন্যান্য দেশের নাগরিক।

এথেন্স বিমানবন্দরে থুনবার্গ গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের কথা উল্লেখ করে জনতার উদ্দেশ্যে বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই। সেখানে গণহত্যা চলছে।

আমাদের সরকারগুলো ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। গাজায় সবচেয়ে খারাপ যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে। কিন্তু তারা তা রোধ করছে না।’

তিনি আরো বলেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে আমাদের যা করার লক্ষ্য ছিল তা হলো যখন আমাদের সরকারগুলো তাদের আইনি বাধ্যবাধকতা পালন করতে ব্যর্থ হয় তখন (জনগণের পক্ষ থেকে) পদক্ষেপ নেওয়া।’

আটক অবস্থায় ইসরায়েলি বাহিনী ২২ বছর বয়সি এই তরুণীর ওপর নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। তুর্কি সাংবাদিক এবং সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক এর আগে স্থানীয় গণমাধ্যমকে জানান, থুনবার্গকে ‘মাটিতে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল’ এবং ‘ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল’। 

তবে ইসরায়েল এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলাকে ‘পিআর স্টান্ট’ বলে উল্লেখ করেছে। তারা আরো বলেছে, আটক মানবাধিকারকর্মীদের আইনগত অধিকার রক্ষা করা হয়েছে।

এদিকে স্লোভাকিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ১০ জন নির্বাসিত ব্যক্তি তাদের দেশে এসে পৌঁছেছেন, যার মধ্যে একজন তাদের দেশের নাগরিক এবং অন্য নয়জন নেদারল্যান্ডস, কানাডা ও মার্কিন নাগরিক।

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত নৌযানগুলো। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা— ফিলিস্তিনিভিত্তিক এই চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ছিল এই মিশনের মূল উদ্যোক্তা।

সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক ছিলেন সেই মিশনে। এই নাগরিকদের কেউ পার্লামেন্টারিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী।

গত বুধবার রাতে প্রথমে ১৩টি নৌযান আটকায় ইসরায়েলের নৌবাহিনী; কিন্তু তারপরও বাকি ৩০টি নৌযান গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছিল। এই ৩০টি জাহাজের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল পোল্যান্ডের নৌযান ম্যারিনেত্তি।

পরের দিন বৃহস্পতিবার ও শুক্রবার একে একে সেই নৌযান আটক করে ইসরায়েলের নৌ সেনারা। আটক নৌযানগুলো এবং অভিযাত্রীদের ইসরায়েলে আশদোদ বন্দরে রাখা হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার অ্যানথ্রাক্স নিয়ে দুঃশ্চিন্তায় স্বাস্থ্য বিভাগ অ্যানথ্রাক্স নিয়ে দুঃশ্চিন্তায় স্বাস্থ্য বিভাগ