weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৫৮% , রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গ্র্যামিতে গাইবেন যারা

প্রকাশ : ২৭-০১-২০২৫ ১১:৩৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
আগামী ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারের গ্র্যামি সঞ্চালনা করবেন কমেডিয়ান ট্রেভর নোয়া। ভ্যারাইটি, সিএসবি নিউজসহ বিভিন্ন গণমাধ্যম এবারের গ্র্যামিতে পারফর্ম করা শিল্পীদের তালিকা প্রকাশ করেছে।

গ্র্যামিতে এবার সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। বিয়েন্স এবারের আসরে পারফর্ম করবেন কিনা তা নিশ্চিত নয়। তবে এ সময়ের জনপ্রিয় তারকাদের গ্র্যামিতে গাইতে শোনা যাবে।

প্রায় এক যুগ আগে প্রথম অ্যালবাম মুক্তি পেলেও গত বছর বলা যায় ‘নতুন করে শুরু’ করেছেন ব্রিটিশ তারকা চার্লি এক্সসিএক্স। ভ্যারাইটি, বিবিসির বিচারে তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ব্র্যাট’ ২০২৪ সালের শীর্ষ অ্যালবাম হয়েছে।

গ্র্যামিতে গাইবেন তিনি, আলোচিত অ্যালবামটির জন্য এবারের আসরে সাত মনোনয়ন পেয়েছেন চার্লি। তিনি কয়টি পুরস্কার পান, সেদিকেও ভক্তদের চোখ থাকবে।

গত বছর বিশ্বসংগীতে আলোচনায় ছিলেন দুই তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোন; গ্র্যামিতে তাদের পারফরম্যান্সও থাকছে। ‘এসপ্রেসো’, ‘প্লিজ প্লিজ প্লিজ’, ‘গুড লাক, বেবি!’–এর মতো আলোচিত গান গাইবেন তারা। দুজনই গ্র্যামিতে মনোনয়নও পেয়েছেন একাধিক বিভাগে।

গত বছর আলোচিত তরুণ গায়ক বেনসন বুন। ২২ বছর বয়সী এই শিল্পীর অ্যালবাম ফায়ারওয়ার্কস অ্যান্ড রোলারব্লেডস মুক্তির পর বিশ্বজুড়ে তরুণদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তাকেও পারফর্ম করতে দেখা যাবে। দুই তরুণ গায়িকা রে ও ডোচির পারফরম্যান্সের দিকেও চোখ থাকবে ভক্তদের।

আরেক আলোচিত গায়িকা বিলি আইলিশও গাইবেন। তিনিও আসরে সাত মনোনয়ন বাগিয়েছেন। তরুণ শিল্পীরা ছাড়াও থাকবে শাকিরা, টেডি সুইমসের গান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চার ঘণ্টা পর পল্টনের সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে চার ঘণ্টা পর পল্টনের সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আরো পাঁচ হাজার নতুন রোহিঙ্গা কক্সবাজারে আরো পাঁচ হাজার নতুন রোহিঙ্গা কক্সবাজারে সোহরাওয়ার্দীর সমাবেশ থেকে হেফাজতের ১২ দফা ঘোষণাপত্র সোহরাওয়ার্দীর সমাবেশ থেকে হেফাজতের ১২ দফা ঘোষণাপত্র গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: শিশু আইয়ানও মারা গেছে গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: শিশু আইয়ানও মারা গেছে সিন্ধু নদে বাঁধ দিলে গুঁড়িয়ে ফেলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর সিন্ধু নদে বাঁধ দিলে গুঁড়িয়ে ফেলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর