weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছয় বছর পর আসছে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’

প্রকাশ : ৩০-০৯-২০২৫ ১৬:৫১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
দীর্ঘদিন ধরে শোবিজের বাইরে রয়েছেন নন্দিত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ব্যক্তিগত কারণে মিডিয়া থেকে দূরে আছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। কোনো অনুষ্ঠানেও দেখা মিলছে না তার।

বলা চলে, পুরোদস্তুর সংসারী তিনি। বেশ বিরতির পর পর্দায় ফিরছেন। আগামী ১৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। এমন তথ্য জানিয়েছেন সিনেমার নির্মাতা সাদেক সিদ্দিকী। 

এ প্রসঙ্গে পপি বলেন, ‘সিনেমাটির শুটিং করেছি অনেক আগে। এখন এটি মুক্তি পাচ্ছে। ভালোই লাগছে। অনেক বছর পর নিজের কাজ নিয়ে দর্শকের সামনে আসতে চলেছি।’

সিনেমাটির মুক্তি বেশি দিন বাকি না থাকলেও পপিকে এখন পর্যন্ত সিনেমার কোনো প্রচার-প্রচারণায় দেখা যায়নি। সিনেমার প্রচারে পপি থাকবেন কিনা, সে বিষয়ে কিছু বলতে পারছেন না নির্মাতা।

পপি ২০১৯ সালে সর্বশেষ এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সিনেমাটি ২০২১ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়।

সিনেমা মুক্তি বিষয়ে সাদেক সিদ্দিকী বলেন, নানা জল্পনা-কল্পনা শেষে ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পেতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ১৭ অক্টোবর মুক্তি পাবে এটি। কিছুদিন পরই প্রচার-প্রচারণা শুরু করব।’

‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত। এতে পপিকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। ২০১৯ সালে সর্বশেষ পপি অভিনীত সিনেমা ‘দ্য ডিরেক্টর’ মুক্তি পায়। আড়ালে যাওয়ার আগে পপি ২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। মার্চে কাজ শুরু হওয়ার কথা ছিল। এরপর হঠাৎ সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

দীর্ঘ আড়ালের পর ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভিডিওবার্তার মাধ্যমে ভক্তদের সামনে আসেন পপি। তখন তিনি শুধু বলেছিলেন, ‘ভাগ্য থাকলে আবার ফিরব।’ পপি যখন আড়ালে ছিলেন, তখনই গুঞ্জন চলছিল বিয়ে করে সংসারী হয়েছেন তিনি।
চলতি বছরে ফেব্রুয়ারির শুরুতে পপির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ ওঠে। খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছিলেন তার বোন ফিরোজা পারভীন। এর পরই স্বামী-সন্তানসহ প্রকাশ্যে আসেন পপি।

এদিকে নতুন সিনেমায় অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। সিনেমা প্রযোজনার কোনো ইচ্ছা নেই এই অভিনেত্রীর। 

গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমাতে ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় পপির।

অভিষেক সিনেমাতেই তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। অনবদ্য অভিনয় ও গ্ল্যামারাস উপস্থিতি তাকে প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে। এ কারণে এর পরের পথচলাটা পপির জন্য কিছুটা হলেও সহজ হয়ে যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু