weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জবি শিক্ষার্থী হুসাইনের ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে থাকার দাবি

প্রকাশ : ১৭-০৫-২০২৫ ১০:২৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ও জিজ্ঞাসাবাদ নিয়ে শিক্ষার্থী ও পুলিশের বক্তব্যে সময় নিয়ে ভিন্নতা দেখা গেছে।

হুসাইন দাবি করেছেন, তিনি টানা প্রায় ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে ছিলেন- বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টা থেকে শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, তাকে ২১ ঘণ্টা হেফাজতে রাখা হয়েছিল- বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত।

শিক্ষার্থীর অভিযোগ : হুমকি ও মানসিক চাপে জিজ্ঞাসাবাদ

ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়ে কাকরাইলে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে ফিরে আসেন মোহাম্মদ হুসাইন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আমি বাসা থেকে আটক হই। শারীরিক নির্যাতন করা হয়নি, তবে আমাকে রাতভর জেগে রেখে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে মানসিক চাপে রাখা হয়। এমনকি ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার হুমকি দেওয়া হয়েছিল।

অচেনা নম্বর থেকে হুমকি পাচ্ছেন এবং আতঙ্কে আছেন। ‘বলেছে, আমাকে মব দিয়ে হামলা করা হবে, বাসা থেকে বের করে দেবে,’ বলেন হুসাইন। তার দাবি, আমার মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না।

ডিএমপির ব্যাখ্যা : মানবাধিকার মেনেই জিজ্ঞাসাবাদ

শুক্রবার দিবাগত রাত ২টা ৩৩ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১৪ মে কাকরাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কেউ একজন পানির বোতল নিক্ষেপ করেন; যা তার মাথায় লাগে।

সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বোতল নিক্ষেপে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয় মোহাম্মদ হুসাইনকে। পরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর আলুবাজার এলাকায় তার মেস থেকে তাকে আটক করা হয় এবং রাত ৯টা ৫৫ মিনিটে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপি জানায়, জিজ্ঞাসাবাদের সময় তার বয়স, পেশা, মানবাধিকার ও আইনগত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়। হুসাইন বোতল নিক্ষেপের ঘটনার দায় স্বীকার করেন এবং অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ সংক্রান্ত সব তথ্য ডিবি কার্যালয়ের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ আছে বলেও জানায় পুলিশ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা