weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জমি দখলের অভিযোগ প্রসঙ্গে যা বললেন পপি

প্রকাশ : ০৬-০২-২০২৫ ১১:৫৪

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে এলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী। জানা গেছে, পারিবারিক কারণে নিজেকে গৃহবন্দি করেছিলেন চিত্রনায়িকা। তবে জমিসংক্রান্ত বিবাদে প্রকাশ্যে আসেন তিনি।

বাবার জমি একাই ভোগ করতে চান পপি— এমন অভিযোগ করে থানায় জিডি করেছে পপির পরিবার। সেই সংবাদে এখন ভাইরাল পপি। ২০১৯ সালে হঠাৎ আড়ালে চলে যান অভিনেত্রী পপি। দীর্ঘ ছয় বছর পর পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে এলো স্বামী আদনান উদ্দীন কামাল ও একমাত্র সন্তান আয়াতের সঙ্গে তার ছবি।

বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী পপি। শোবিজে কারো সঙ্গে নেই তার কোনো যোগাযোগ। এরই মধ্যে তার মা অভিযোগ তুলেছেন, পপি পারিবারিক জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন।

৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়। নানা ইস্যুতে পপি এত দিন চুপ থাকলেও এবার অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন।

প্রকাশ্যে না এলেও এক বার্তায় তিনি বলেন, আমার কষ্টার্জিত টাকা দিয়ে চাচা ও বাবার কাছ থেকে ছয় কাঠা জমি কিনেছিলাম। কিন্তু এদের অত্যাচারের জন্য এখন পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি। 

আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি যে ওই জমি নেব, আমার লাগবে! আমার উপার্জনে সারা জীবন চলেছে পুরো পরিবার। ১৯৯৫ সাল থেকে আমিই চালাচ্ছি পরিবার। অথচ তারাই এখন আমার সম্মান নষ্ট করছে।’

এদিকে এ ঘটনায় পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। 

বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু