weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাকারবার্গের চরিত্রে দেখা যেতে পারে জেরেমি স্ট্রংকে

প্রকাশ : ০২-০৮-২০২৫ ১১:৩৩

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
২০১০ সালে মুক্তি পাওয়া ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ বেশ সাড়া ফেলেছিল। অ্যারন সোরকিনের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেন বিখ্যাত নির্মাতা ডেভিড ফিঞ্চার। এটি নির্মিত হয় বেন মেজরিচ-এর বই ‘দ্য এক্সিডেন্টাল বিলিয়নিয়ার্স’ অবলম্বনে। 

যেখানে ফেসবুকের শুরুর দিনগুলো ও মার্ক জাকারবার্গের উত্থান তুলে ধরা হয়েছিল। সে সময় ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনয় করেছিলেন জেসি আইজেনবার্গ।

এবার আসছে ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর সিক্যুয়েল। আর সেখানে মার্ক জাকারবার্গের চরিত্রে দেখা যেতে পারে অস্কার ও এমি জয়ী অভিনেতা জেরেমি স্ট্রংকে। খবর অনুযায়ী, এই চরিত্রে স্ট্রং-ই পরিচালকের প্রথম পছন্দ।

নতুন ছবির গল্প ২০২১ সালে ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত ‘দ্য ফেসবুক ফাইলস’ প্রতিবেদন অবলম্বনে। সেখানে ফেসবুকের মাধ্যমে কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব এবং ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার বিষয় তুলে ধরা হয়েছিল। ছবিটির অন্য মুখ্য চরিত্রে আলোচনায় রয়েছেন মাইকি ম্যাডিসন ও জেরেমি অ্যালেন হোয়াইট, তবে কারোর সঙ্গেই এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।

‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবিতে হার্ভার্ডের এক অন্তর্মুখী ছাত্র থেকে জাকারবার্গের প্রযুক্তির ধনকুবের হয়ে ওঠার কাহিনী দেখানো হয়েছিল। নতুন কিস্তির কাহিনীর সূত্র, ২০২১ সালে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত জেফ হরভিটজের অনুসন্ধানমূলক প্রতিবেদন ‘দ্য ফেসবুক ফাইলস’। সেখানে কিশোরদের ওপর ফেসবুকের ক্ষতিকর প্রভাব ও ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে বিশদভাবে তুলে ধরা হয়।

জেরেমি স্ট্রং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকেন্দ্রিক চলচ্চিত্র ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ রয় কোহনের চরিত্রে অভিনয় করে অস্কারের মনোনয়ন পান। তবে তার সবচেয়ে আলোচিত চরিত্র এইচবিওর ‘সাকসেশন’ সিরিজের কেন্ডাল রয়, যিনি এক মিডিয়া সাম্রাজ্যের সংকটে ভোগা উত্তরসূরি। সামনে তাকে দেখা যাবে ব্রুস স্প্রিংস্টিনকে নিয়ে তৈরি ‘স্প্রিংস্টিন: ডেলিভার মি ফ্রম নোহোয়্যার’-এ, সেখানে তিনি জন ফ্যাভরোর ভূমিকায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার