weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৪৬% , সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ভারত-পাকিস্তান উত্তেজনা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক আজ

প্রকাশ : ০৫-০৫-২০২৫ ১২:১৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসলামাবাদের আহ্বানে সোমবার (৫ মে) এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বর্তমানে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। গ্রিস সংস্থাটির সভাপতির পদে রয়েছে।

রবিবার (৪ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে পাকিস্তান জাতিসংঘকে অবহিত করবে। এর মধ্যে রয়েছে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা। 

মন্ত্রণালয় আরো জানিয়েছে, তারা জাতিসংঘে আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের একতরফা পদক্ষেপগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরবে। পাকিস্তান এই কূটনৈতিক উদ্যোগকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সঠিক তথ্য উপস্থাপনের অংশ হিসেবে দেখছে।

চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এ ছাড়া ১০টি অস্থায়ী সদস্য হলো আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া। 

পেহেলগাম হামলার জেরে দুই পারমাণবিক শক্তিধর ভারত ও  পাকিস্তানের উত্তেজনা সম্পর্কে জাতিসংঘে গ্রিসের স্থায়ী প্রতিনিধি এবং মে মাসের নিরাপত্তা পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ইভানজেলোস সেকেরিস গত সপ্তাহে বলেন, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠকের অনুরোধ আসে,তাহলে আমি মনে করি এই বৈঠকটি হওয়া উচিত। এটি কিছুটা উত্তেজনা প্রশমনে সহায়তা করতে পারে বলেও জানান তিনি।

এদিকে রবিবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা ১১ রাত দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ভারত নিয়ন্ত্রণরেখার পারনিকিয়াল, খোই রাত্তা, শারদা এবং খেল সেক্টরে বিনা উসকানিতে গুলিবর্ষণ করেছে। পাকিস্তানের সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে। 

তবে ভারতের সেনাবাহিনীর সূত্রের বরাতে এনডিটিভি বলছে, রবিবার রাতে নিয়ন্ত্রণরেখার কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে বিনা উসকানিতে পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেপ্তার আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেপ্তার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক আজ হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪ হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪ সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ বাংলাদেশি হজযাত্রী ফরিদপুরে গ্রামবাসীর দুপক্ষে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, নিহত ১ ফরিদপুরে গ্রামবাসীর দুপক্ষে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, নিহত ১