weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না কন্নড় অভিনেত্রী রান্যা রাও

প্রকাশ : ২১-০৫-২০২৫ ১২:০১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
আরব আমিরাতের দুবাই থেকে ভারতে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা রাও অবশেষে জামিন পেয়েছেন। তবে জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না অভিনেত্রীর।

ভারতের একটি অর্থনৈতিক অপরাধ বিষয়ক বিশেষ আদালত রান্যার জামিন মঞ্জুর করে দুই লাখ টাকার ব্যক্তিগত বন্ডের শর্ত নির্ধারণ করেছে। একই মামলার আরো এক অভিযুক্ত কোন্দারু রাজুকেও একই শর্তে জামিন দেওয়া হয়েছে।

তবে রান্যা রাও এখনো কারাগারে রয়েছেন। কারণ, তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় আরেকটি মামলা চলমান; যাতে তিনি এখনো জামিন পাননি।

আদালত আরো জানিয়েছে, জামিনে মুক্ত হলেও রান্যা রাও দেশত্যাগ করতে পারবেন না। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রান্যাকে গ্রেপ্তার করে ভারতের কাস্টমস বিভাগ। পরবর্তীতে তার বাসায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ৬৭ লাখ টাকা নগদ এবং দুই কোটির বেশি মূল্যের সোনা উদ্ধার করা হয়। এই বিপুল সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি অভিনেত্রী।

দুবাইয়ের শুল্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে রান্যা রাও দুবাই থেকে সোনা কেনার ঘোষণা দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, সোনা নিয়ে জেনেভা যাবেন। তবে তদন্তে দেখা গেছে, সেসব সোনা নিয়েই তিনি গোপনে ভারতে ফিরে আসেন।

২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান রান্যা রাও। এরপর আরও কিছু দক্ষিণী ছবিতে অভিনয় করলেও পরবর্তীতে ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা