weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনী নিয়ে ছবি হচ্ছে

প্রকাশ : ২৮-০৪-২০২৫ ১২:৪৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও কনম্যান সুকেশ চন্দ্রশেখর। কয়েক বছর ধরেই আলোচিত এ দুজনের গল্প। ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলার আসামি সুকেশ বরাবরই জ্যাকলিনকে নিজের প্রেমিকা দাবি করে এসেছেন। জ্যাকলিনের প্রতি সুকেশ চন্দ্রশেখরের প্রেম বলতে গেলে সব সীমা পার করেছে একাধিকবার।

জেলে বসেই জ্যাকলিনকে একের পর এক প্রেমের চিঠি, উপহার পাঠিয়েছেন সুকেশ। দুজনের প্রেমকাব্য প্রায়ই শিরোনাম হয় খবরের।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুসারে, এবার নাকি সুকেশ ও জ্যাকলিনের প্রেম উঠে আসবে পর্দায়। এই খবর ২০২১ সালে সুকেশই প্রথম জানিয়েছিলেন। তবে সেই সময় এই কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন জ্যাকলিন।

বলিউডের সূত্র অনুসারে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সুকেশ ও জ্যাকলিনের প্রেমকাহিনীনির্ভর তথ্যচিত্রের প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। কারণ, জ্যাকলিন ছাড়া এই গল্পের মাত্রা উন্নত হবে না বলে মনে করছেন নির্মাতারা।

যদিও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে এখনো সাড়া দেননি অভিনেত্রী। তবে মনে করা হচ্ছে, ইতিবাচক দিকেই এগোবে এই তথ্যচিত্রটির কাজ।

মনে করা হচ্ছে, ২০২৬ নাগাদ এ ছবির কাজ শুরু হতে পারে। যেহেতু সুকেশ এখনো বিচারাধীন তাই আইনি কিছু জটিলতা রয়েছে ছবি তৈরির ক্ষেত্রে। সূত্রটি জানিয়েছে, সে সব মিটিয়ে নিতে পারলেই শুরু হবে শুটিং।

২০১৫ সালের ২৯ মে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০-বি ধারায় গ্রেপ্তার করা হয় সুকেশ চন্দ্রশেখরকে। এ ছাড়া একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। গত মাসে বম্বে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেও এখনও তিনি জেলেই রয়েছেন কারণ তার বিরুদ্ধে চলছে আরো একাধিক মামলা। ২০২২ সালে ইডির পেশ করা চার্জশিটে দাবি করা হয় যে সুকেশ তার বেআইনি অর্থ খরচ করে জ্যাকলিনকে একাধিক দামী উপহার কিনে দিতেন। এমনকি জেলে বসেও সুকেশ জ্যাকলিনকে একের পর এক উপহার পাঠিয়েছেন। যদিও জ্যাকলিনের দাবি, সুকেশের সঙ্গে তার সম্পর্ক নেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু