weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জয়া আহসানের সিনেমা যাচ্ছে রটারড্যাম উৎসবে

প্রকাশ : ২৩-১২-২০২৪ ১৫:৩৯

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’।

সুখবরটি দিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি জানান, ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ার হবে উৎসবটিতে।

ফেসবুকে সিনেমার কিছু ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন জয়া।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস থেকে এই সিনেমা বানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়।

নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে আগামী ৩০ জানুয়ারি বসবে এই চলচ্চিত্র উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ওই আসরে জয়া-আবির চট্টোপাধ্যায়ের সিনেমাটির প্রিমিয়ার কবে হবে সে বিষয়ে এখনো কোনো দিন তারিখ ঘোষণা করা হয়নি।

জয়া এই সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন। আর শশী ডাক্তার হয়েছেন কলকাতার অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এ ছাড়া অন্যান্য চরিত্রে কাজ করেছেন কলকাতার ধৃতিমান চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।

সিনেমার শুটিং সুমন শুরু করেছিলেন ২০২২ সালে।

পরিচালক তার ফেসবুকে জানিয়েছেন, তার সিনেমার যাত্রা যে আন্তর্জাতিক অঙ্গন দিয়ে শুরু হবে সেটি তার কল্পনার বাইরে ছিল।

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ারের ঘটনাকে বিশাল প্রাপ্তি বলে বর্ণনা করেছেন সুমন।

তিনি বলেন, মানিকের কালজয়ী এই উপন্যাস নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা দেড় দশক আগের। নানা কারণে হয়ে ওঠেনি। এই সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেক অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীরা তাদের সবটা উজাড় করে দিয়েছেন এই সিনেমা নির্মাণে। তাদের জানাই আমার কৃতজ্ঞতা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিসহ ২৪ পণ্য জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিসহ ২৪ পণ্য করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে : তারেক রহমান করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে : তারেক রহমান ‘দিবস দিয়া কী অইব?’ ‘দিবস দিয়া কী অইব?’ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই