টেইলর সুইফটের ‘দ্য রিলিজ পার্টি অব এ শোগার্ল’-এ সাড়া
প্রকাশ : ০৮-১০-২০২৫ ১০:৫০

ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
বিশ্ব টেইলর সুইফট জ্বরে আক্রান্ত। কি কনসার্ট, কি অ্যালবাম আর বক্স— সব জায়গাতেই বাজিমাত করে চলেছেন ‘ব্লাঙ্ক স্পেস’ গায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য রিলিজ পার্টি অব এ শোগার্ল’। এটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
ডোয়াইন জনসন ও লিওনার্দো ডিকাপ্রিওদের মতো তারকাদের পেছনে ফেলে সপ্তাহ শেষে আয়ের শীর্ষে আছেন টেলর সুইফট। মুক্তির প্রথম সিনেমাটি যুক্তরাষ্ট্রের বাজারে আয় করেছে ৩৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে আরো ১৩ মিলিয়ন যোগ হয়ে এর মোট আয় দাঁড়িয়েছে ৪৬ মিলিয়ন ডলার। অন্যদিকে ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনের নতুন সিনেমা ‘দ্য স্ম্যাশিং মেশিন’ বক্স অফিসে মোটেও সাড়া ফেলতে পারেনি।
তিন হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ছবিটি আয় করেছে মাত্র ছয় মিলিয়ন ডলার। এটি প্রত্যাশার চেয়েও অনেক কম। ৫০ মিলিয়ন ডলার খরচ করে নির্মিত এই ছবিতে জনসন অভিনয় করেছেন এক রেসলার ও ইউএফসি চ্যাম্পিয়নের চরিত্রে। ছবিটি সমালোচকদের প্রশংসা পেলেও দর্শকের আগ্রহ তেমন দেখা যাচ্ছে না।
মাত্র দুই সপ্তাহ আগে ঘোষণা দেওয়া ‘দ্য রিলিজ পার্টি অব এ শোগার্ল’ ছবিটির বিশেষ কোনো প্রচারণা ছিল না। মূলত টেলর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে খবরটি ছড়িয়ে দেন। এদিকে টেলর সুইফটের পর বক্স অফিসে দ্বিতীয় স্থানে আছেন ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিকাপ্রিও। তার সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ মোটামুটি ব্যবসা করছে। ছবিটি সপ্তাহ শেষে ঘরে তুলেছে ১০ দশমিক তিন মিলিয়ন ডলার।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com