weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬০% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের হবু পুত্রবধূ বেটিনার সঙ্গে নাচলেন রণবীর

প্রকাশ : ২৩-১১-২০২৫ ১১:১৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের রাজস্থানের উদয়পুরে জমকালো বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে নাচলেন বলিউড অভিনেতা রণবীর সিং ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসন। প্রাণবন্ত নাচের সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উদয়পুরের এই মেগাবাজেট বিয়েটি ছিল আমেরিকা প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার। এই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে বেটিনা আন্ডারসনকে নিয়ে ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

অনুষ্ঠানের মঞ্চে উঠে রণবীর সিং প্রথমে ট্রাম্প জুনিয়র এবং বেটিনার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি বেটিনা আন্ডারসনের হাত ধরে তার অভিনীত ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন। রণবীরের প্রাণবন্ত নাচের স্টেপ দেখে বেটিনা আন্ডারসনও দ্রুত নাচে অংশ নেন এবং মঞ্চ মাতান।

রণবীরের সঙ্গে বেটিনার এই পরিবেশনা দেখে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র মুগ্ধ হন এবং হাততালি দিয়ে তাদের উৎসাহ দেন। এই নাচের দৃশ্যটি ক্যামেরাবন্দি হওয়ার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং বেটিনা আন্ডারসন দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন এবং তাদের শিগগিরই বিয়ে হওয়ার কথা রয়েছে।

রণবীর সিং তার সিনেমা-পর্দার বাইরেও যে কোনো অনুষ্ঠানে তার উচ্চ উদ্দীপনা ও আকর্ষণীয় নাচের জন্য সুপরিচিত। অক্ষয় কুমারের মতো বলিউড অভিনেতারাও রসিকতা করে তার এই বিশেষ গুণের প্রশংসা করেছেন।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে