weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০

প্রকাশ : ০৫-১০-২০২৫ ১১:৫৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রধান কিছু অংশে সম্মতি জানানোর পর গাজায় বোমাবর্ষণ থামানোর আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু হামলা বন্ধ করেনি ইসরায়েল।

শনিবার (৪ অক্টোবর) ফিলিস্তিনের অবরুদ্ধ ছিটমহলজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে।

এদের মধ্যে অন্তত ৪৫ জন দুর্ভিক্ষ কবলিত গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে নিহত হয়েছেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনী একটি নগরীটিতে একটি দখল অভিযান শুরু করেছিল। তাদের এ অভিযানের কারণে নগরীটির প্রায় ১০ লাখ বাসিন্দার মধ্যে অনেকেই গাজার দক্ষিণাঞ্চলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

চিকিৎসা কর্মীরা জানান, গাজা সিটির তুফাহ এলাকার একটি বেসামরিক বাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এই হামলায় আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

টেলিগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ওই বাড়িতে নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র দুই মাস আর বড়টির আট বছর।

ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের একটি শিবিরেও হামলা চালিয়েছে। এখানে তাদের হামলায় দুই শিশু নিহত ও আরো অন্তত আটজন আহত হয়েছেন।

আল-মাওয়াসি ইসরায়েলি বাহিনী ঘোষিত তথাকথিত ‘নিরাপদ মানবিক অঞল’। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি পরিবারগুলোকে অন্যান্য অঞ্চল থেকে এখানে চলে আসার নির্দেশ দিয়েছিল। কিন্তু কয়েক মাস ও সপ্তাহ ধরে এলাকাটিতে বারবার হামলা চালাচ্ছে তারা।

এর পাশাপাশি গাজার অন্যান্য এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে। এগুলোর মধ্যে গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরও আছে।

আল জাজিরার প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক বলেন, হাসপাতালগুলো আহত এসব ফিলিস্তিনির সবাইকে চিকিৎসা দিতে পারছে না। মাঠ পর্যায়ে যা হচ্ছে তাতে কোনো ধরনের যুদ্ধবিরতি শুরু হচ্ছে, এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

অব্যাহত ইসরায়েলি হামলা ও তীব্র জ্বালানি সংকটের মধ্যে গাজার হাতে গোনা কয়েকটি হাসপাতাল কোনোরকমে কাজ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে।

দুই বছর ধরে ইসরায়েলের হামলায় গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভূখণ্ডটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর লাখ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে