weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুদকের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হলো কাজী সায়েমুজ্জামানকে

প্রকাশ : ১৮-০২-২০২৫ ১৮:১৭

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক কাজী সায়েমুজ্জামানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলির আদেশ দেওয়া হয়। 

দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানকে বিমা ও অন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে তাকে এনএসআই এবং ইএনসিএসি ফোকাল পয়েন্ট বিভাগের পরিচালক হিসাবে বদলি করে তার স্থলে এই বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরসহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত কাজ থেকে প্রত্যাহার করা হয় সায়েমুজ্জামানকে। এদিন বিকালে দুদকের উপ-পরিচালক আজিজুল হকের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এরপর দুপুরের দিকে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন তদারককারী কর্মকর্তার দায়িত্ব পালন থেকে তাকে প্রত্যাহার করার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধান ও তদন্তাধীন বিষয় নিয়ে লেখালেখির কারণে তাকে কারণ দর্শানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানান তিনি। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, কোনো বিতর্ক যাতে না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকারে অভিযান চালানো দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করে কেন্দ্রীয় ব্যাংক। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের কাছে পাঠানো এক চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কাজী সায়েমুজ্জামানের বিভিন্ন মন্তব্যের বিষয়ে আপত্তি জানায় কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানায়, এ ধরনের মন্তব্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নীতিমালার পরিপন্থি। গত সপ্তাহে দুদক চেয়ারম্যানের কাছে এই চিঠি পাঠান কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পরিচালক।

চিঠিতে বলা হয়, কাজী সায়েমুজ্জামান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণাপ্রসূত বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন। এ ধরনের মন্তব্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারসংক্রান্ত নীতিমালার পরিপন্থি। চিঠির সঙ্গে কাজী সায়েমুজ্জামানের দেওয়া বিভিন্ন মন্তব্যও যুক্ত করে দেওয়া হয়।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু