weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ : ১৭-০৯-২০২৫ ১৩:৪৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে তিনি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন। দায়িত্ব পালনকালে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি মাত্র দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা এক নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে লন্ডন-ওয়াশিংটনের ‘বিশেষ সম্পর্ক’ আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, সফরটিকে ঘিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভূ-রাজনীতি ও বিনিয়োগ আলোচনার নতুন দিক উন্মোচনে উদ্যোগী হচ্ছেন। সফরের আগেই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একটি ‘ট্রান্স-আটলান্টিক টাস্কফোর্স’ গঠনের ঘোষণা দেন। স্টারমার চান আর্থিক সেবা, প্রযুক্তি ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তুলে যুক্তরাজ্যকে মার্কিন বিনিয়োগের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে। 

ট্রাম্পের জন্য এ সফর এক ধরনের মানসিক স্বস্তিও বয়ে এনেছে, কারণ এক সপ্তাহেরও কম সময় আগে তার ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যার শিকার হন। 

বিবিসির খবরে বলা হয়, এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে লন্ডনে পৌঁছে ট্রাম্প মেরিন ওয়ান হেলিকপ্টারে করে কেন্দ্রীয় লন্ডনে যান এবং রাতে মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবন উইনফিল্ড হাউসে অবস্থান করেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) উইনসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করবেন।

সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প ও স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি গ্রামীণ বাসভবনে বৈঠকে বসবেন। এ সময় এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যানসহ উভয় দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। আশা করা হচ্ছে, এ বৈঠক থেকে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তির ঘোষণা আসবে। এরই মধ্যে মাইক্রোসফট আগামী চার বছরে যুক্তরাজ্যে তিন হাজার কোটি ডলারের বেশি এবং গুগল ৫০০ কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে। বিনিয়োগের বড় একটি অংশ লন্ডনে নতুন ডেটা সেন্টার তৈরিতে ব্যয় হবে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবার রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন ২০১৯ সালের জুন মাসে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে