weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুপুর দুইটার মধ্যে জাকসুর ফল ঘোষণা হবে: ইসির সদস্য সচিব

প্রকাশ : ১৩-০৯-২০২৫ ১২:২৫

ছবি : সংগৃহীত

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে তিন দিন ধরে। এখনো ঘোষণা হয়নি ফল।

নির্বাচনের ফল প্রকাশ কখন হতে পারে এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আশা করছি আজ দুপুর ২টার মধ্যেই ফল ঘোষণা সম্ভব হবে।’

জানা গেছে, ইতোমধ্যে ১৫ হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি আছে আরো ছয়টি হল। ১৫ হলের অনানুষ্ঠানিক ফলে জাকসুর ২৫ পদের ২১টিতেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট' প্যানেল‌। 

ভিপি, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক— এই চারটি পদে অন্যরা এগিয়ে রয়েছেন।

ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আরিফ উল্লাহর চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় ছিল। কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করায় ভোটগ্রহণ কিছুটা পিছিয়ে যায়। এরপর শুরু হয় ভোট গণনা। তবে তিন দিনেও ভোট গণনা শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের, জানালেন আলী রীয়াজ চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের, জানালেন আলী রীয়াজ ভালো থাকুক বাংলাদেশ, আদালতে সাংবাদিকদের বললেন ব্যারিস্টার সুমন ভালো থাকুক বাংলাদেশ, আদালতে সাংবাদিকদের বললেন ব্যারিস্টার সুমন দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ডোনাল্ড ট্রাম্প দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ডোনাল্ড ট্রাম্প সাতরাস্তা মোড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট সাতরাস্তা মোড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট লন্ডনে বোরকা পরায় বাংলাদেশিকে হেনস্থা, বাবা ও ছেলে আটক লন্ডনে বোরকা পরায় বাংলাদেশিকে হেনস্থা, বাবা ও ছেলে আটক