weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নরওয়ের অর্থমন্ত্রীর কাছে শান্তিতে নোবেল চাইলেন ট্রাম্প

প্রকাশ : ১৫-০৮-২০২৫ ২১:১১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রী ও ন্যাটোর সাবেক মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে ফোনালাপে নোবেল শান্তি পুরস্কার চেয়েছেন। গত মাসে শুল্ক নিয়ে আলোচনার সময় ট্রাম্প এই দাবি করেন। নরওয়েজিয়ান দৈনিক ডাগেনস নায়েরিংস্লিভের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

পত্রিকাটির বৃহস্পতিবারের (১৪ আগস্ট) প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়াসহ কয়েকটি দেশের মধ্যে শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতার কারণে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। চারজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যেই এই সম্মান পেয়েছেন; তাই ট্রাম্প মনে করেন, তিনিও এই পুরস্কার পাওয়ার যোগ্য। এর আগে স্টলটেনবার্গের সঙ্গে নোবেল নিয়ে তার আলোচনা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্রের বরাতে বলা হয়, ওসলোতে হাঁটার সময় হঠাৎ ফোন পান স্টলটেনবার্গ, ফোনটি করেছিলেন ট্রাম্প নিজেই। কথোপকথনে তিনি নোবেল পুরস্কার চাওয়ার পাশাপাশি শুল্ক বিষয়েও আলোচনা করছিলেন।

রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে স্টলটেনবার্গ জানান, গত ৩১ জুলাই হোয়াইট হাউজ নরওয়ে থেকে আমদানির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা ইউরোপীয় ইউনিয়নের সমান। এ নিয়ে নরওয়ে ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো আলোচনা চলছে। ওই ফোনালাপে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তাও ছিলেন।

স্টলটেনবার্গ জানান, আলোচনার মূল বিষয় ছিল শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা, যা ট্রাম্পের নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোরের সঙ্গে ফোনালাপের প্রস্তুতির অংশ ছিল। তবে আলোচনার বিস্তারিত তিনি প্রকাশ করতে রাজি হননি।

এ বিষয়ে হোয়াইট হাউস ও নরওয়েজিয়ান নোবেল কমিটিকে মন্তব্যের অনুরোধ জানানো হলেও কোনো পক্ষই সাড়া দেয়নি।

প্রতি বছর শতাধিক মনোনয়ন থেকে নরওয়ের পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত পাঁচ সদস্যের নোবেল কমিটি শান্তি পুরস্কারের বিজয়ী নির্বাচন করে। নোবেল বিজয়ীর নাম প্রতি বছরের অক্টোবরে নরওয়ের রাজধানী অসলোতে ঘোষণা করা হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার