weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৪৮% , সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নায়িকার মামলায় জাজের কর্ণধার আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ : ২৬-০২-২০২৫ ১১:১৪

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
ঢালিউডের নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের দায়ের করা প্রতারণার মামলায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের এ নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এক লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য প্রযোজক আবদুল আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন নায়িকা জাকিয়া কামাল মুন। একই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজ শেষ করার কথা ছিল।

চুক্তিনামার শর্ত অনুযায়ী বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি আবদুল আজিজ। এ ব্যাপারে বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ করা হলেও তা উপেক্ষা করেছেন তিনি। বিপরীতে গত বছরের মে মাসে ‘পাপ’ সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে এক কোটি ১০ লাখ টাকায় বিক্রি করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

আরো জানা গেছে, আবদুল আজিজ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি হুমকি দিয়েছেন, বেশি বাড়াবাড়ি করলে বাদীর ক্যারিয়ার ধ্বংস করে দেবেন।

অভিনেত্রী মুন বলেন, আমি বারবার টাকা ফেরত চেয়েছি। কিন্তু তিনি দেননি। এমনকি আমার ফোনও ধরছেন না তিনি। বরং আমাকে আরো ভয়-ভীতি দেখাচ্ছেন। এ কারণে বাধ্য হয়েই মামলা করেছি আমি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেপ্তার আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেপ্তার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক আজ হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪ হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪ সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ বাংলাদেশি হজযাত্রী ফরিদপুরে গ্রামবাসীর দুপক্ষে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, নিহত ১ ফরিদপুরে গ্রামবাসীর দুপক্ষে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, নিহত ১