পল্টনে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ২৪-০৫-২০২৫ ১৭:২৯

ছবি- সংগৃহীত
সিনিয়র রিপোর্টার
রাজধানীর পল্টন এলাকা থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. রহিম (২৬) ও মো. শফিউল্লাহ (২৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।
পিপলসনিউজ/এসসি
শনিবার (২৪ মে) সকাল সাড়ে নয়টার দিকে পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পল্টন থানাধীন আজমেরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ৪,৬০০ পিস ইয়াবাসহ মো. রহিম ও মো. শফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য।
তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর পল্টনসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেপ্তাররা উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
পিপলসনিউজ/এসসি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com