weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬০% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেতসি চাভেসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ : ২৩-১১-২০২৫ ১১:৪৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পেরুর একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেতসি চাভেসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তার বিরুদ্ধে ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বিচার শুরুর অপেক্ষায় থাকা চাভেস লিমায় মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিয়েছেন। ৩৬ বছর বয়সী চাভেস প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর অধীনে প্রধানমন্ত্রী ছিলেন।

কাস্তিয়োকে ২০২২ সালের ডিসেম্বরে কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করায় ক্ষমতাচ্যুত করা হয়। এই ঘটনাকে অভ্যুত্থানচেষ্টা হিসেবেও দেখা হয়েছিল।

কাস্তিয়োকে সরানোকে কেন্দ্র করে লিমা ও মেক্সিকোর মধ্যে সম্পর্কের মারাত্মকভাবে অবনতি ঘটে।

২০২২ সালের ডিসেম্বরে কাস্তিয়ো তার পরিবারকে নিয়ে লিমায় মেক্সিকোর দূতাবাসে আশ্রয় চাইতে যাওয়ার পথে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। চাভেসকেও কাস্তিয়োর সঙ্গে একই অভিযোগে অভিযুক্ত করা হয়।

প্রসিকিউশন চাভেসের জন্য ২৫ বছর এবং কাস্তিয়োর জন্য ৩৪ বছরের কারাদণ্ড দাবি করেছেন। আদালত জানিয়েছেন, পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় গ্রেপ্তারের পর চাভেসেকে পাঁচ মাস বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দেওয়া হবে।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর লিমায় মেক্সিকান দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পেরুর জাতীয় পুলিশ প্রধান অস্কার আরিওলা বলেন, আন্তর্জাতিক আইন ও আশ্রয়ের নিয়ম মেনেই পরিস্থিতি সামাল দেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে