weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

প্রকাশ : ২৮-০৯-২০২৫ ১৬:১৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরোতেই প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবেন না। সংবাদ সংস্থা এএনআই এর খবর।

দেশটির গণমাধ্যম কাঠমুণ্ডু পোস্ট জানিয়েছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওলি তার দলের নেতাকর্মীদের উদ্দেশে জিজ্ঞাসা করেন, ‘আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?’

এরপর নিজেই দৃপ্ত কণ্ঠে থেকে নিজের ভবিষৎ সম্পর্কে বলেন, ‘আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারো সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।’

দেশটির সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পাওয়ার পর এত দিন আড়ালেই ছিলেন কেপি শর্মা। প্রকাশ্যে এসে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে পর বর্তমান সরকার জনগণের ম্যানডেট (রায়) নিয়ে আসেনি। তারা এসেছে মূলত সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে।

তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেছেন। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে ওলি বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কী কী নির্দেশনা দিয়েছেন, সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার ফলে নেপালজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাতের সময় ওলি তার পদত্যাগের বিস্তারিত তথ্যও প্রকাশ করেছেন। 

সংবাদ সংস্থা এএনআইকে ওলি জানিয়েছেন পদত্যাগের দিনের ঘটনা, ‘৯ সেপ্টেম্বর, আগের দিনের ঘটনার পর, আমি সকাল ১১-১১:৩০ মিনিটে পদত্যাগ করি। আগের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং আমার চেষ্টা ছিল এগুলি আরো তীব্র না করার। কিন্তু যখন বুঝতে পারি যে আমার হাতে কিছুই নেই, তখন আমি পদ থেকে পদত্যাগ করি।’ 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু